ক্যাবল কার ছিড়ে ৫ ইসরায়েলিসহ ১৪ জন নিহত

| আপডেট :  ২৪ মে ২০২১, ০৪:০০ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ২৪ মে ২০২১, ০৩:৫৫ পূর্বাহ্ণ

পাহাড়ে ঘুরতে গিয়ে ক্যাবল কার ছিড়ে ৫ ইসরায়েলিসহ কমপক্ষে ১৪ জন মৃত্যুবরণ করেছেন। ঘটনাটি ঘটেছে ইতালির উত্তরাঞ্চলীয় ম্যাগিওর লেকে। ক্যানল কারটি ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩০০ মিটার উঁচুতে ছিলো

জানা গেছে, ইতালির পিয়েডমন্ট অঞ্চলে রিসোর্ট শহর এসটেরেসা থেকে মোত্তারোনে পাহাড়ে যাত্রী বহন করার সময় রোববার (২৩ মে) এই দূর্ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তারা জানান, নিহত ১৪ জনের মধ্যে চারজন শিশু রয়েছে। এদের মধ্যে দুজন ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন এবং দুজন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

দেশটির জরুরি সেবা বিভাগ জানিয়েছে তারা দূর্ঘটনাস্থল থেকে ১১ জনকে জীবিত উদ্ধার করেছে। এছাড়া, দূর্ঘটনার বিষয়ে দেশটির জরুরি সেবা বিভাগের পক্ষ থেকে সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করা ছবিতে দেখা যয, লাইন থেকে ছিঁড়ে পাহাড়ে পড়া ক্যাবল কারটির ধ্বংসাবেশ বিচ্ছিন্ন অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।