মোদি সরকারকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেললো বাংলাদেশ

| আপডেট :  ২৩ মে ২০২১, ০৬:২৬ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ২৩ মে ২০২১, ০৬:২৬ পূর্বাহ্ণ

করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বর্তমানে বিপর্যস্ত ভারত। প্রতিদিনই দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কয়েক হাজার মানুষ মৃত্যুবরন করছে। আর এমন পরিস্থিতিতে নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে মোদি সরকার। আর এই চ্যালেঞ্জ তৈরি করেছে বাংলাদেশ।

বাংলাদেশকে দরিদ্র দেশ হিসেবে অবজ্ঞা করা ভারতকেই মাথাপিছু আয়ের (Per Capita Income) দিক থেকে পেছনে ফেলে দিয়েছে বাংলাদেশ। সর্বশেষ তথ্য অনুযায়ী, ভারতের মাথাপিছু আয় যেখানে ১ হাজার ৯৪৭ ডলার, সেখানে বাংলাদেশের মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২২৭ ডলারে।

এর আগে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (International Monetary Fund) গত বছরের অক্টোবরে প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক (World Economic Outlook) এক রিপোর্টে ইঙ্গিত দিয়েছিল যে, ২০২০ সালে চলতি বাজারমূল্যে মাথাপিছু জিডিপিতে ভারতকে পেছনে ফেলবে বাংলাদেশ। বাংলাদেশের মাথাপিছু জিডিপি ১ হাজার ৮৮৮ ডলারে পৌঁছাবে। অন্যদিকে ভারতে এটি কমে হবে ১ হাজার ৮৭৭ ডলার।

এ বিষয়ে ভারতের প্রাক্তন প্রধান অর্থনৈতিক উপদেষ্টা অরবিন্দ সুব্রামানিয়মের বলেন, এক দেশের সঙ্গে অন্য দেশের পরিসংখ্যানগুলো সবসময় তুলনা করা যায় না। কারণ, বিনিময়হারের ভিত্তিতে কল্যাণের বিষয়টির তুলনা যথাযথ নয়। তবে স্থিরমূল্যে জিডিপি ও ক্রয়ক্ষমতার ভিত্তিতে এটি করা যেতে পারে। এ ক্ষেত্রে ভারত এগিয়ে রয়েছে।

বাংলাদেশের প্লানিং মন্ত্রী (Planning Minister of Bangladesh) এম এ মান্নান এ বিষয়ে বলেন, দেশে মাথাপিছু আয় বেড়ে ২ হাজার ২২৭ মার্কিন ডলার হয়েছে। বাংলাদেশি মুদ্রায় তা বছরে ১ লাখ ৮৮ হাজার ৮৭৩ টাকা। বার্ষিক তথ্য বিশ্লেষণ করলে এই তথ্য সামনে আসছে যে, বাংলাদেশের শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত প্রত্যেক মানুষ প্রতি মাসে আয় করে ১৫ হাজার ৭৩৯ টাকা।