যুদ্ধবিরতির ইসরায়েলের পরাজয়, ফিলিস্তিনের বিজয়: হামাস

| আপডেট :  ২১ মে ২০২১, ০১:৪৩ অপরাহ্ণ | প্রকাশিত :  ২১ মে ২০২১, ০৩:৫১ পূর্বাহ্ণ

টানা ১১ দিন ফিলিস্তিনির জনগনের ওপর হামলা চালানোর পর অবশেষে যুদ্ধবিরতি ঘোষণা করেছে ইসরায়েল। আর ইসরায়েলের এ যুদ্ধবিরতি ঘোষণা করাকে ফিলিস্তিনের বিজয় হিসেবে আখ্যায়িত করেছে হামাস।

হামাসের এক নেতা বার্তা সংস্থা এপিকে বলেছেন, এই যুদ্ধবিরতি ফিলিস্তিনি জনগণের বিজয়, অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রীর পরাজয়। তবে যুদ্ধবিরতি প্রসঙ্গে হামাস নেতা আলী বারেক বলেছেন, যুদ্ধবিরতির বিস্তারিত চূড়ান্ত না হওয়া পর্যন্ত সতর্ক থাকবে হামাস।

এদিকে, গত ১০ মে থেকে ২০ মে ইসরায়েলের বিমান হামলায় ২৩০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৬৫টি শিশু রয়েছে। এছাড়া হামলার প্রতিবাদে হামাসের ছোড়া রকেটের আঘাতে ১২ ইসরায়েলি নিহত হয়েছেন।

প্রসঙ্গত, গাজায় ১১ দিনের হামলা শেষে বৃহস্পতিবার (২০ মে) দিবাগত রাতে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে ইসরায়েল।
হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতিতে অগ্রণী ভূমিকা পালন করেছে মিসর, কাতার ও জাতিসংঘ।