ডিম চুরি করে চাকরি হারালেন ট্রাফিক পুলিশ!

| আপডেট :  ১৭ মে ২০২১, ০৬:০১ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ১৭ মে ২০২১, ০৬:০১ পূর্বাহ্ণ

রাস্তার যানবাহনের চলাআল নিয়ন্ত্রণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন ট্রাফিক পুলিশ। কিন্তু এই দায়িত্ব পালনের সময়েই ডিম চুরি করেছিলেন এক ট্রাফিক পুলিশ। আর এর জেরে চাকরি হারাতে হয়েছে ওই ট্রাফিক পুলিশকে।

ঘটনাটি ঘটেছে ভারতের পাঞ্জাবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কর্মরত অবস্থায় একটি ঠ্যালাগাড়ি থেকে ডিম চুরি করছেন ওই পুলিশ। কেউ দেখার আগেই দ্রুত ভরছেন ইউনিফর্মের পকেটে। ঠ্যালাগাড়ির চালক আসতেই যান চলাচল সামলানোর অজুহাতে সরে যান। কিন্তু তার অগোচরেই পুরো ঘটনাটি রেকর্ড হয়ে যায় এক পথচারীর মোবাইলে। যা মুহূর্তেই ছড়িয়ে পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এ বিষয়ে পাঞ্জাব পুলিশের পক্ষে থেকে জানানো হয়েছে, অভিযুক্ত পুলিশ অফিসারের নাম প্রিতপাল সিং। তাকে চুরি করার অভিযোগে ইতোমধ্যে বরখাস্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে।