স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে হেফাজত নেতাদের বৈঠক চলছে

| আপডেট :  ১৯ এপ্রিল ২০২১, ০৫:৫৬ অপরাহ্ণ | প্রকাশিত :  ১৯ এপ্রিল ২০২১, ০৫:৫৬ অপরাহ্ণ

গত এক সপ্তাহ ধরে একের পর এক গ্রেফতার করা হচ্ছে হেফাজতে ইসলামের শীর্ষ নেতাদের। সর্বশেষ গতকাল (১৮ এপ্রিল) গ্রেফতার করা হয়েছে দলটির আলোচিত নেতা মামুনুল হককে। রিসোর্টকান্ড নিয়ে ব্যপক সমালোচিড এই নেতাকে ইতোমধ্যে নেয়া হয়েছে সাত দিনের রিমান্ডেও। আর এই ঘটনার জেরে এবার স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনায় বসেছেন দলটির শীর্ষ নেতারা।

স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাসায় সোমবার (১৯ এপ্রিল) রাত ১০টার দিকে এই বৈঠক শুরু হয়। সংশ্লিষ্ট একাধিক সূত্রের কাছ থেকে জানা গিয়েছে, বৈঠকটি এখনও চলছে।

হেফাজতে নেতাদের সঙ্গে আসা গাড়িচালক জানান, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করতে রাত ১০টার দিকে হেফাজতের ১০ জনের অধিক নেতা তার বাসায় প্রবেশ করেছেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, মিটিংয়ে অংশগ্রহণকৃত নেতাদের মধ্যে রয়েছেন হেফাজতে ইসলামের মহা-সচিব মাওলানা নুরুল ইসলাম, হেফাজতের নায়েবে আমির মাওলানা মাহফুজুল হক, হেফাজতের নেতা ও খেলাফত আন্দোলনের আমির মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী, তার ভাতিজা মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী।