ফের ‘মা’ হতে চলেছেন পরীমনি, তবে…

| আপডেট :  ১০ এপ্রিল ২০২৩, ১১:১৭ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ১০ এপ্রিল ২০২৩, ১১:১৭ পূর্বাহ্ণ

গত বছরের ১০ আগস্ট পুত্রসন্তানের মা হন আলোচিত চিত্রনায়িকা পরীমনি। তার ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যের বয়স এখন আট মাস। এরই মাঝে খবর, ফের মা হতে চলেছেন পরীমনি!

তবে না, অবাক হওয়ার কিছু নেই। কারণ, নায়িকা এবার বাস্তবে মা হচ্ছেন না, তাকে মায়ের ভূমিকায় দেখা যাবে সিনেমার পর্দায়। আসছে ১৯ মে মা দিবস উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে পরীমনি অভিনীত সিনেমা ‘মা’।

গত শনিবার রাতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ছবিটির মুক্তির তারিখ জানানো হয়। সেখানে পরীমনি উপস্থিত ছিলেন। ‘মা’ ছবিটির মাধ্যমে চার মাস বিরতির পর ফের পর্দায় ফিরছেন পরীমনি।

এ ছবিটি পরিচালনা করেছেন অরণ্য আনোয়ার। গত বছরের জানুয়ারিতে শুরু হয় এটির শুটিং। মাঝে মাতৃত্বের কারণে সাময়িক অবসর নেন পরীমনি। তবে তার আগেই ‘মা’ ছবিটির কাজ সম্পন্ন করেন।

এদিন পরীমনি বলেন, ‘এই সিনেমার জার্নিটা সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে। ‘মা’ যখন শুট করি, তখন চার মাসের রাজ্য আমার পেটে ছিল। যখন ছবিটি মুক্তি পাবে, তখন ও আমার কোলে থাকবে। এটা যে কতটা আনন্দের অনুভূতি বোঝানো যাবে না।’

‘মা’ ছবিটির গল্প মুক্তিযুদ্ধের সময়ের। ১৯৭১ সালে মৃত ঘোষিত ৭ মাস বয়সী এক সন্তানকে নিয়ে তার অসহায় মায়ের আবেগের গল্প উঠে আসবে এখানে। সাজিয়ে-গুছিয়ে তা সিনেমা আকারে পর্দায় তুলে এনেছেন নির্মাতা।

যদিও মা দিবস ১৪ মে, তবে ছবিটি মুক্তি পাবে এই বিশ্বকে কেন্দ্র করেই। এর বিভিন্ন চরিত্রে পরীমনি ছাড়াও আছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রেবেনা করিম জুঁই, শিল্পী সরকার অপু, সেতু, লাবণ্য ও শাহাদাত হোসেন।