স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হেফাজতের শীর্ষ ১০ নেতার বৈঠক চলছে (ভিডিও)

| আপডেট :  ১৯ এপ্রিল ২০২১, ০৫:৪৮ অপরাহ্ণ | প্রকাশিত :  ১৯ এপ্রিল ২০২১, ১১:৪৫ পূর্বাহ্ণ

মামুনুল কাণ্ডের পর গত এক সপ্তাহ ধরে একের পর এক গ্রে’ফতার হচ্ছেন হে’ফাজত নেতারা। সবশেষ গ্রে’ফতার করা হয় আলোচনার কেন্দ্রে থাকা মামুনুল হককেও। নেতাদের বি’রু’দ্ধে চলমান এই গ্রে’ফতার অ’ভিযানের মধ্যেই স্ব’রাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে বৈঠক করছেন সংগঠনটির শীর্ষ কয়েকজন নেতা।

সোমবার (১৯ এপ্রিল) রাত ১০টার দিকে স্ব’রাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাসায় এই বৈঠক শুরু হয়। বৈঠকটি এখনও চলছে বলে একাধিক সূত্র ঢাকা পোস্টকে নিশ্চিত করেছে।

জানা গেছে, হেফাজতে ইসলামের মহা-সচিব মাওলানা নুরুল ইসলাম, হেফাজতের নায়েবে আমির মাওলানা মাহফুজুল হক, হেফাজতের নেতা ও খেলাফত আন্দোলনের আমির মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী, তার ভাতিজা মাওলানা হাবিবুল্লাহ মিয়াজীসহ ১০ জন নেতা বৈঠকে অংশ নিয়েছেন।

হেফাজতে নেতাদের সঙ্গে আসা একাধিক গাড়িচালক জানান, রাত ১০টার দিকে স্ব’রাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করতে হেফাজতের ১০ জনের অধিক নেতা তার বাসায় প্রবেশ করেছেন।