আহমদ শফীকে প’রিকল্পিতভাবে হ’ ত্যা করা হয়েছে: ত’দন্ত প্রতিবেদন

| আপডেট :  ১৩ এপ্রিল ২০২১, ১২:১৮ অপরাহ্ণ | প্রকাশিত :  ১৩ এপ্রিল ২০২১, ০৬:২৯ পূর্বাহ্ণ

গত ১৮ সেপ্টেম্বর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফী। এ ঘটনায় তার শ্যালক ৩৬ জনকে আ’সামি করে একটি মা’মলা দায়ের করেন যেখানে অ’ভিযোগ করা হয় আহমেদ শাফীকে প’রিকল্পিতভাবে হ ‘ত্যা করার অভিযোগ আনা হয়।

আর তদন্ত কার্য পরিচালনা করতে গিয়ে আহমেদ শফীর শ্যালকের করা এই অ’ভিযোগের সত্যতা পেয়েছে ত’দন্তকারী সংস্থা। পুলিশ ব্যুরো অব ই’নভেস্টিগেশনের (পিবিআই) তদন্ত প্রতিবেদনে আহমেদ শফীকে প’রিকল্পিতভাবে হ’ ত্যা করা হয়েছে বলে চা’ঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, তদন্ত করতে গিয়ে অ’ভিযোগের সত্যতা পাওয়া গেছে এবং প্রতিবেদনে হে’ফাজতের বর্তমান আমির জুনায়েদ বাবুনগরী, যুগ্ম সম্পাদক নাসির উদ্দীন মুনিরসহ ৪৩ জনের নাম উল্লেখ করে অ’ভিযুক্ত করা হয়েছে।

পিবিআই চট্টগ্রাম জেলার পুলিশ সুপার নাজমুল হোসেন জানিয়েছেন, সোমবার (১২ এপ্রিল) চট্টগ্রাম জু’ডিশিয়াল তৃতীয় জজ আদালতে এ প্রতিবেদন দাখিল করেছে পিবিআই। ন’রহ’ ত্যার দা’য়ে দ’ণ্ডবিধির ৩০৪ ধারায় প্রতিবেদনটি দেওয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, অ’ভিযুক্তরা আল্লামা শফীকে প্রাথমিক চি’কিৎসা দেয়নি ও উন্নত চিকিৎসা দিতে কালক্ষেপণ করেছে। তাকে হা’সপাতালে নেওয়ার চে’ষ্টা করা হলে মা’মলার ১নং আ’সামি নাছির উদ্দিন মুনির বলেন, বুড়া ভং ধ’রেছে, শা’লার মৃ’ত্যু নাই। বুড়াকে হা’সপাতালে নিতে হলে আমিরের অ’নুমতি লাগবে। আমিরের অ’নুমতি ছাড়া এখান থেকে কেউ বে’র হতে পারবে না।