হে’ফাজতের বি’ক্ষোভ সমাবেশ প’ণ্ড

| আপডেট :  ২ এপ্রিল ২০২১, ০৯:০৩ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ২ এপ্রিল ২০২১, ০৯:০৩ পূর্বাহ্ণ

হেফাজতে ই’সলামের পক্ষ থেকে আজ শুক্রবার বাইতুল মোকাররমের উত্তর গেইটে বি’ক্ষোভ সমাবেশের ঘোষণা দেয়া হয়েছিলো। হেফাজতের অন্যতম উ’গ্রবা’দী নেতা মামুনুল হক তার ভেরিফাইড

ফেসবুক পেইজে গতকাল বলেছিলেন, বাইতুল মোকাররমের উত্তর গেইটে বি’ক্ষোভ সমাবেশ হবে। তিনি এই বি’ক্ষোভ সমাবেশের জন্য দুটি নির্দেশনাও জরি করেছিলেন।

কোনো মিছিল করা যাবে না বা সমাবেশের শেষেও কোনো ধরনের মিছিল করা যাবে না। কিন্তু আইন প্রয়োগকারী সংস্থা আজ সকাল থেকেই বাইতুল মোকাররমে কঠোর সতর্কতা অবলম্বন করে এবং তল্লা’শীর মাধ্যমে মু’সল্লিদের প্রবেশের ব্যবস্থা করে। পুরো

এলাকাজুড়ে নি’রাপত্তা ব্যবস্থা ছিলো অত্যন্ত জোড়দার। ফলে হে’ফাজত পিছু হঠতে বা’ধ্য হয়। শেষ পর্যন্ত হে’ফাজতের সমাবেশ প’ণ্ড হয়ে যায়।

এ কারণে হে’ফাজত কোনো রকম সমাবেশ করে নি। বাইতুল মোকাররমের মুসল্লিরা বলছেন যে, ধর্মপ্রা’ণ মু’সলমানরা এ ধরনের উ’স্কানি এবং হ’ঠকারিতার পথে পা বাড়াতে ইচ্ছুক নন।

আর এর ফলেই হেফাজতের পূর্বনির্ধারিত বিক্ষোভ সমাবেশ পণ্ড হয়ে গেলো। এটা হে’ফাজতের আর একটি পিছু হঠা এবং একটি পরাজয় বলেই মনে করছেন বিশ্লেষকরা।