‘আ’পত্তিকর’ ছবি দেখিয়ে ২৮ জনকে বিয়ে করেন রোমানা! পরিবারের অন্যরাও একই কায়দায় হা’তিয়ে নিয়েছে বিপুল অর্থ

| আপডেট :  ১২ মার্চ ২০২১, ০৮:৪০ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ১২ মার্চ ২০২১, ০৮:২২ পূর্বাহ্ণ

মডেল পরিচয়ে ফেসবুকে প্রেম করতেন প্রবাসীদের সঙ্গে। কখনো স্বামীর স’ঙ্গে ডি’ভোর্স আবার সংসারের আর্থিক সং’কটসহ নানা কারণ দেখিয়ে নিতেন টাকা। পরে করতেন বিয়েও। কৌশলে অ’ন্তরঙ্গ মু’হূর্তের ছবি ও ভিডিও ধারণ করে তা ছ’ড়িয়ে দেওয়ার ভ’য় দেখিয়ে লিখে নিতেন জায়গা-জমিও। এমনই একটি প্র’তারক পরিবার সন্ধান পেয়েছে পুলিশ।

প্র’তারিতদের দাবি, ২৮ জনের সাথে এভাবে প্র’তারণা করে বিয়ে করে রোমানা হা’তিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। পুলিশ বলছে, এই পরিবারের প্রতিটি সদস্য প্রাথমিক জি’জ্ঞাসাবাদে এ কাজে জ’ড়িত থাকার কথা স্বী’কার করেছে।

রোমানা ইসলাম স্বর্ণা। নিজেকে কখনো মডেল, কখনো অভিনেত্রী পরিচয়‌ দিতেন। খুলতেন ভিন্ন ভিন্ন ফেসবুক আইডি‌। আপলোড করতেন র’গরগে (আ’পত্তিকর) সব ছবি। এরপর প্রবাসীদের টার্গেট করে ফ্রেন্ড বানিয়ে গড়ে তুলতেন প্রে’মের স’ম্পর্ক। তারপর কখনো স্বামীর সাথে বি’চ্ছেদ আবার কখনো স্বামীহীন সংসারে আর্থিক অনটনের কথা বলে প্রবাসী ওইসব প্রেমিকদের কাছ থেকে নিতেন টাকা। ঠিক একইভাবে কখনো ফ্ল্যাট কেনা আবার কখনো গাড়ি কেনার নাম করে রোমানা সৌদি প্রবাসী কামরুল ইসলাম জুয়েলের কাছ থেকে এক বছরে বিভিন্ন সময়ে নেন আড়াই কোটি টাকা।

প্র’তারিত হওয়া প্রবাসী কামরুল ইসলাম জুয়েল বলেন, সে আমার সাথে প্রথমে ভাল স’ম্পর্কে করে। এরপর লালমাটিয়ায় ফ্ল্যাট কেনার নাম করে ১ কোটি ৯০ লাখ টাকা নেয়। আমি দেশে আসার পর আমাকে বাসায় ডাকে। আমি যাই। গেলে তারা আমাকে কিছুটা একটা খাইয়ে অজ্ঞান করে ফে’লে। এরপর আমার খা’রাপ ছবি তুলে নেয় ও আমার থেকে স্ট্যাম্পে সাইন নিয়ে নেয়। এভাবেই সে আমাকে জো’র করে বিয়ে করে। তার মোবাইল, ঘড়ি, গাড়ি আর সবই আমার কিনে দেওয়া। আমাকে ডি’ভোর্স দিয়েছে বললেও তা মি’থ্যা। তাই আমি আইনের আশ্রয় নিয়েছি।

এরপর বিয়ের জন্য দেশে এনে জুয়েলকে কিছুদিন নিজের বাসায় আ’টকে রাখেন রোমানা। করেন বিয়েও। এসব শোনার পর নিজের আগের স্ত্রীর সাথে জুয়েলের ছাড়াছাড়িও হয়। রোমানা হঠাতই একদিন সুযোগ বুঝে ধারণ করেন জুয়েলের অন্তরঙ্গ নানা মুহূর্তের ছবি। এরপর ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার ভ’য় দেখিয়ে রোমানা জো’র করে স্ট্যাম্পে জুয়েলের সাক্ষর রেখে জায়গা জমি হা’তিয়ে নেন। এরপর রোমানাও জুয়েলকে ডি’ভোর্স দেন।

এভাবেই বিয়ের নামে প্র’তারণা করে রোমানা ২৮ জন প্রবাসীর কাছ থেকে কোটি টাকা হা’তিয়ে নিয়েছেন বলে জানিয়েছেন প্র’তারিতরা। আর পুলিশ বলছে, এই পরিবারের প্রতিটি সদস্যই বিপরীত লি’ঙ্গের সাথে একই প্রক্রিয়ার প্রেম ও বিয়ের স’ম্পর্কের অভিনয় করে বিপুল অর্থ হা’তিয়ে নিয়েছে।

এ প্রসঙ্গে ডিএমপির ডিসি হারুন অর রশীদ বলেন, রোমানা, তার মা, তার ভাই ও ভাইয়ের বউ ও রোমানার ছেলে তারা সবাই এই ব্য’ক্তির কাছ থেকে টাকা নিয়েছে। তিনি বিদেশ থেকে আসার পর বাসায় নিয়ে উ’ল’ঙ্গ করে তার ছবি তুলে তারা। এরপর টাকা দা’বি করে বসে। টাকা না দিলে সেই ছবি ফেসবুকে ছ’ড়িয়ে দেওয়ার হু’মকি দেয়।

এ ব্যাপারে রাজধানীর মোহাম্ম’দপুর থানায় মা’মলা দা’য়ের করেছেন ভু’ক্তভো’গীরা। এ ঘটনায় প্র’তারক প’রিবারের পাঁচ স’দস্যকে আ’টক করেছে পুলিশ।