গান ছেড়ে ‘ডিজিটাল দিঘি’তে মাছ চাষে ব্যস্ত আগুন

| আপডেট :  ১২ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:১১ অপরাহ্ণ | প্রকাশিত :  ১২ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:১১ অপরাহ্ণ

‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘অন্ধ প্রেম’, ‘সুজন সখি’, ‘অন্তরে অন্তরে’, ‘বিক্ষোভ’, ‘দেনমোহর’সহ অসংখ্য জনপ্রিয় সিনেমায় প্লেব্যাক করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী আগুন।

এক সময় চলচ্চিত্রের প্লেব্যাক নিয়ে ব্যস্ত থাকলেও এখন খুব একটা নিয়মিত নন। বর্তমানে নিজেকে কিছুটা আড়ালে রেখেছেন তিনি। মনোযোগী হয়েছেন মৎস্য খামারে।

এক সাক্ষাৎকারে আগুন জানিয়েছেন, মানিকগঞ্জের সিংগাইরে একটি দিঘি করেছি। নাম দিয়েছি ‘ডিজিটাল দিঘি’। এখানে মাছ চাষ করব। এখন থেকে এটাই হবে আমার ঠিকানা। সপ্তাহে একদিন এখানে আসব। খিচুড়ি রান্না হবে, গ্রামের লোক খাবে।

তিনি আরও জানান, দিঘির চারপাশে অনেক খেজুর গাছ লাগানো হয়েছে। নিরাপত্তার জন্য ইলেকট্রিকের বেড়া আর সিসি ক্যামেরাও লাগানো হয়েছে। মৎস্য খামারের পাশাপাশি আগামীতে এখানে একটি ডেইরি ফার্ম করার পরিকল্পনা রয়েছে।

শোবিজ থেকে নিজেকে গুটিয়ে রাখা প্রসঙ্গে আগুনের ভাষ্য, এখন মৎস্য খামার নিয়ে ব্যস্ত আছি। আগে কাজটি গুছিয়ে নিই, তারপর সব হবে।