স্কুলের প্রধান শিক্ষক হয়ে আসছেন নিপুণ!

| আপডেট :  ৩ ডিসেম্বর ২০২২, ০১:৪৮ অপরাহ্ণ | প্রকাশিত :  ৩ ডিসেম্বর ২০২২, ০১:৪৮ অপরাহ্ণ

‘ভাষার জন্য মমতাজ’ নামের একটি ছবিতে ‘মমতাজ’ চরিত্রে দেখা যাবে অভিনেত্রী নিপুণ আক্তারকে। গত ২২ নভেম্বর থেকে এফডিসিতে শুটিং শুরু হয়েছে ছবিটির।

১৯৪৩-১৯৫২ সালের প্রেক্ষাপট ধরে ছবির গল্প। দেশভাগ আন্দোলনের পটভূমি তৈরির শুরু থেকে, দেশভাগ, ভাষা আন্দোলন পর্যন্ত ছবির গল্পের বিস্তার।

২০২১-২০২২ অর্থবছরে সরকারি অনুদানের সিনেমা এটি। ছবির পরিচালক সারোয়ার তমিজউদ্দিন। ছবিটির চিত্রনাট্য, সংলাপও পরিচালকের নিজের। কাহিনি লিখেছেন মো. আবদুর রাজ্জাক।

নিপুণ ছাড়া ছবিতে আরও অভিনয় করছেন কাজী হায়াৎ, কাওসার চৌধুরী, আরমান পারভেজ মুরাদ, সাবেরী আলম, সুব্রত, গাজী আবদুন নূর প্রমুখ।

নিপুণ জানান, তাঁর অভিনীত মমতাজ চরিত্রটি একটি স্কুলের প্রধান শিক্ষক। ভাষা আন্দোলনের সঙ্গে জড়িত। অন্য রকমের একটি চ্যালেঞ্জিং চরিত্র এটি।

তিনি বলেন, ‘বেশ কিছুদিন ধরে এ ধরনের ভিন্ন রকমের চরিত্রে কাজের প্রস্তাব বেশি পাচ্ছি। এ ধরনের চরিত্রে কাজ করতেও এখন ভালো লাগে। মমতাজ চরিত্রটির মধ্যে ভাষা আন্দোলনের আবেগ জড়িয়ে আছে। কাজটি করে বেশ আরাম পাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘এ ধরনের চরিত্রে বেশি মেকআপ নিতে হয় না। গ্লামারের দিকে নজর থাকে না। চরিত্র হয়ে উঠতেই বেশি তাগিদ থাকে। ফলে কাজটিও ভালো হয়।’