সম্পর্ক এমন হয়ে গেছে, ডাকলে ‘না’ করতে পারি না: সাবিলা নূর

| আপডেট :  ২৬ সেপ্টেম্বর ২০২২, ০৫:৪৪ অপরাহ্ণ | প্রকাশিত :  ২৬ সেপ্টেম্বর ২০২২, ০৫:৪৪ অপরাহ্ণ

বর্তমান সময়ের জনপ্রিয় তরুণ অভিনেত্রী সাবিলা নূর।যুক্তরাষ্ট্র সফর শেষে সম্প্রতি দেশে ফিরেছেন তিনি। প্রস্তুতি নিচ্ছেন কাজে ফেরার। এই অভিনেত্রী জানালেন, কাজ করতে হলে বেছে বেছে ভালো গল্পে কাজ করা উচিৎ। তবে অনেকের প্রস্তাবে ‘না ’করা যায় না বলে জানান তিনি। দেশে ফিরে একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা জানান তিনি।

সাবিলা নীর বলেন, ‘আমার সবচেয়ে বড় সমস্যা হলো, কাউকে সহজে ‘না’ বলতে পারি না। কিন্তু এখন বুঝতে পারছি, ভালো কাজের জন্যই ‘না’ বলা শিখতে হবে। এটা সত্যি, কাজের সূত্র ধরে অভিনয় জগতের অনেকের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে। যাঁরা নতুন কোনো কাজের জন্য আমাকে ডাকলে সহজে না বলতে পারব না। কিন্তু এটাও সত্য, আমি আর জনপ্রিয়তাকে পুঁজি করে কাজ করতে চাই না। গল্প ও চরিত্র ভালো লাগলেই অভিনয় নিয়ে ভাববো।’

আগামী মাসে নতুন তিনটি কাজের বিষয়ে ভাবছেন বলে জানান এই অভিনেত্রী। যুক্তরাষ্ট্রে যাওয়ার আগেই এই কাজগুলোর বিষয়ে কয়েকজন নির্মাতার সঙ্গে কথা হয়েছে বলে তিনি জানান। তিনি বলেন, ‘তখন শিডিউল দিইনি। বলেছিলাম, দেশে ফিরে কাজ শুরু করব। হয়তো আগামী মাসেই সে কাজগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়ব।’

দেশে ফিরেই ‘গ্লো অ্যান্ড লাভলি’র প্রচার-প্রচারণা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন সাবিলা। এই প্রসাধনী পণ্যের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন তিনি। তাই চুক্তি অনুযায়ী যে কাজগুলো করার কথা, সেগুলো নিয়ে ব্যস্ত সময় কাটছে তার। এখনো ‘গ্লো অ্যান্ড লাভলি’র নতুন কোনো বিজ্ঞাপন তৈরি হয়নি। তবে শিগগিরই কিছু ওভিসি দেখা যাবে বলে জানান তিনি।

ভালো গল্প ও চরিত্র পেলে ওটিটি কিংবা সিনেমাতে অভিনয় করার চিন্তা করছেন বলে জানান সাবিলা। তিনি বলেন, ‘অভিনয়ে বিরতি নিইনি, তবে গত কোরবানির ঈদ থেকেই কাজ কমিয়ে দিয়েছি। এখন সেই কাজই করতে চাই, যা আত্মতৃপ্তি দেবে। তাই গল্প ও চরিত্রের বাছবিচার করেই অভিনয় করব।’

২০১৪ সালে সাবিলা নূর মডেলিংয়ের মাধ্যমে মিডিয়াতে পা রাখেন। এরপর একাধিক জনপ্রিয় বিজ্ঞাপনে কাজ করেছেন। তার জনপ্রিয় বিজ্ঞাপন গুলোর মাঝে রয়েছে গ্রামীণ ফোন, নেস্কেফে, প্রাণ ফিট ইত্যাদি। সাবিলা অনেক জনপ্রিয় টেলিফিল্ম, নাটক, মডেলিং এবং বিজ্ঞাপনে কাজ করেছেন তারমধ্যে বেশ কিছু নাটকে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন। এরপর কয়েকটি খণ্ড নাটকে অভিনয় করেন তিনি। সাবিলার প্রথম অভিনীত নাটক ‘ইউ টার্ন’।