‘দামাল’ -এ চমক দেখাবেন প্রতিবাদী মিম

| আপডেট :  ১৬ সেপ্টেম্বর ২০২২, ০৭:৩১ অপরাহ্ণ | প্রকাশিত :  ১৬ সেপ্টেম্বর ২০২২, ০৭:৩১ অপরাহ্ণ

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। সম্প্রতি তার অভিনীত ‘পরাণ’ সিনেমাটি দর্শকমহলের মন কেড়েছে। তার অভিনয়ে প্রশংসিতও হয়েছেন তিনি। আর ‘পরাণ’ এর পরে আরেকটি নতুন চমক ‘দামাল’ নিয়ে এসেছেন মিম।

বেশ কিছুদিন আগে বেসরকারি টিভি চ্যানেলে টক শো চলাকালীন নির্মাতা রায়হান রাফি এবং অভিনয়শিল্পী মিম, শরিফুল রাজ ও সিয়াম আহমেদ ‘দামাল’ সিনেমার প্রচারণার জন্য। সেখানে তারা সবাইকে সিনেমাটি দেখার আহ্বান জানান। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনরা ভাবছেন প্রচরণায় চমক দেখাচ্ছে ’দামাল’। তাদের সঙ্গে একই সুর মেলালেন মিম। জানালেন এমন চমক আরও অপেক্ষা করছে দর্শকদের জন্য।

এ প্রসঙ্গে মিম জানান, “আমরা কিছুদিনের মধ্যেই প্রচারণায় নামব। বেশ কিছু পরিকল্পনা রয়েছে। এরকম চমক আরও থাকবে।”

‘পরাণ’ সিনেমায় মফস্বলের একটি মেয়ের চরিত্রে দেখা গেছে মিমকে। ‘দামালে’ কেমন মিমকে পাবে দর্শক? এমন প্রশ্নের উত্তরে মিম বলেন, “এখানে ১৯৭১ সালের একজন সাধারণ মেয়ের চরিত্রে দেখা যাবে আমাকে। তবে ‘দামালে’র মিম প্রতিবাদী। সে কীভাবে সংগ্রাম করেছে, দেশের জন্য কতটা অবদান রেখেছে এই বিষয়গুলো দেখানো হবে।”

মিমের সিনেমা হলমুখী করেছে দর্শককে। এই ধারা ধরে রাখবে মুক্তিপ্রতীক্ষিত সিনেমাটি। এমনটা উল্লেখ করে এই তারকা বলেন, “আমরা ‘দামাল’ নিয়ে খুব আশাবাদী। এটিও ‘পরাণ’ -এর মতো সাড়া জাগাবে আশা করি। কারণ এ ধরণের সিনেমা এর আগে কখনও হয়নি। একদম ব্যতিক্রমধর্মী সিনেমা এটি। তাই আমাদের সবার প্রত্যাশাও বেশি।”

সবশেষে মিম বলেন, “আমাদের ‘পরাণ’ সিনেমার ক্ষেত্রে দর্শক যে ভালোবাসা দিয়েছেন আশা করছি দামালের ক্ষেত্রেও দেবেন। সিনেমাটি হলে গিয়ে দেখবেন তারা। ছবিটি সবার ভালো লাগবে।”

আগামী ২৮ অক্টোবর মুক্তি পাবে ‘দামাল’ সিনেমাটি। মিম ছাড়াও এতে আরও অভিনয় করেছেন শরিফুল রাজ, সিয়াম, সাঈদ বাবু, রাশেদ মামুন অপু, শাহনাজ সুমী, লাক্স তারকা অথৈ, পূজা, বৃষ্টি প্রমুখ।

উল্লেখ্য, সিনেমাটির গল্পটি তৈরি হয়েছে মুক্তিযুদ্ধ ও সেই সময়ের স্বাধীন বাংলা ফুটবল দল নিয়ে। ফরিদুর রেজা সাগরের কাহিনিতে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এই ছবির পরিচালক হলেন রায়হান রাফি।