কামাখ্যা মন্দিরে অপু বিশ্বাস

| আপডেট :  ৩০ আগস্ট ২০২২, ০৬:০৪ অপরাহ্ণ | প্রকাশিত :  ৩০ আগস্ট ২০২২, ০৬:০৪ অপরাহ্ণ

শাকিব খান আমেরিকা থেকে ফেরার দিন কলকাতার উদ্দ্যেশ্যে দেশ ছাড়েন অপু বিশ্বাস। হিন্দু ধর্মাবলম্বীদের ঐতিহাসিক কামাখ্যা মন্দির অবস্থিত ভারতের গুয়াহাটিতে। প্রতিদিনই হাজার হাজার মানুষ সেখানে পূজা দিতে ভিড় করে। আজ বৃহস্পতিবার সকালে মন্দিরটিতে পূজা দিতে গেলেন ঢাকাই ছবির অন্যতম অভিনেত্রী অপু বিশ্বাস।

মন্দিরটিতে দেড় ঘণ্টা প্রার্থনা করেছেন বলে একটি জাতীয় গণমাধ্যমকে জানান তিনি। পশ্চিমবঙ্গ থেকে মুঠোফোনে অপু বলেন, ‘ছোটবেলা থেকে এই মন্দিরের নাম শুনে আসছি।

আমার বাবা-মায়ের খুব ইচ্ছা ছিল মন্দিরটা দর্শন করার। কিন্তু তারা আর আমাদের মাঝে নেই। আমি আমার বাবা-মায়ের আত্মার শান্তি কামনা করে পূজা দিয়েছি। ‘

অপু এখন কলকাতায় আছেন। সব ঠিক থাকলে কাল সকালে দেশে ফিরবেন। বিকেলে যাবেন রংপুর। নগরীর শাপলা টকিজে বসে দেখবেন সম্প্রতি মুক্তি পাওয়া ‘শ্বশুরবাড়ি জিন্দবাদ ২’ ছবিটি।

অপু বলেন, ‌’এই দুঃসময়ে ছবিটি ভালো ব্যবসা করল। তৃতীয় সপ্তাহে এসে অনেক হলে চলছে ছবিটি। আমি দর্শকদের কাছে কৃতজ্ঞ। তারা এখনো আমাকে আগের মতো ভালোবাসেন। ‘

উল্লেখ্য, ‘আজকের শর্টকাট’ সিনেমার প্রচারণার জন্য কলকাতায় আছেন ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস।