‘পরাণ’ এ মাতবে রাজের শৈশবের শহর

| আপডেট :  ২১ আগস্ট ২০২২, ০৮:৪০ অপরাহ্ণ | প্রকাশিত :  ২১ আগস্ট ২০২২, ০৮:৪০ অপরাহ্ণ

পবিত্র ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া হৃদয়স্পর্শী ত্রিভুজ প্রেমের গল্পের সিনেমা ‘পরাণ’ দিয়ে দর্শকের মন কেড়েছেন তিনি ঢাকাই সিনেমার বর্তমান সময়ের আলোচিত নায়ক শরিফুল রাজ।

দর্শক প্রশংসায় মেতেছেন এই চিত্রনায়কের অভিনয়ের।জীবনের একটি দীর্ঘ সময় শরিফুল রাজের কেটেছে সিলেট শহরে, পড়েছেন সিলেটের স্কুল ও কলেজে। এ কারণে এই শহরের প্রতি বিশেষ মায়া আছে ‘পরাণ’ জয়ী এই তারকার।

রাজ জানান, আগামীকাল সারা দিন সিলেট শহরে থাকছি। সেখানকার হলে ‘পরাণ’ সিনেমা দেখব। দুপুর ৩টায় থাকব গ্র্যান্ড সিলেট সিনেপ্লেক্সে, আমার সঙ্গে থাকছে আমাদের পরিচালক রায়হান রাফি। সে কারণে কাল সিলেটবাসীদের হুট করেই দেখা হতে পারে এই নায়কের সঙ্গে।

উল্লেখ্য, পবিত্র ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে হৃদয়স্পর্শী ত্রিভুজ প্রেমের গল্পের সিনেমা ‘পরাণ’। চিত্রনায়ক শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান অভিনীত সিনেমাটি নিয়ে অন্তর্জালে আলোচনা চলেছে বেশ।গুঞ্জন আছে, বরগুনার আলোচিত মিন্নি-রিফাত-নয়ন বন্ডের ঘটনার ছায়া অবলম্বনে নির্মাণ হয়েছে এই সিনেমা।