ঈদের ছুটি শেষে লঞ্চে সদরঘাট আসলেও হলে ফেরা হলো না ইডেন ছাত্রীর

| আপডেট :  ২১ জুলাই ২০২২, ০৯:৪৩ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ২১ জুলাই ২০২২, ০৯:৪০ পূর্বাহ্ণ

রাজধানীর বংশালে রিকশা থেকে ছিটকে পড়ে উম্মে সালমা (২৪) নামে ইডেন মহিলা কলেজের এক ছাত্রী নি’হত হয়েছেন। বৃহস্পতিবার (২১ জুলাই) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে উ’দ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভোর ৫টার দিকে মৃ’ত ঘোষণা করেন।

নি’হত উম্মে সালমার চাচাতো ভাই হাসান বলেন, ঈদের ছুটি শেষে আমি ও আমার চাচাতো বোন ভোলা থেকে লঞ্চে করে ঢাকার সদরঘাটে এসে নামি ভোর সাড়ে ৩টায়। পরে আমরা রিকশায় করে ইডেন মহিলা কলেজের রাজিয়া ছাত্রী নিবাসে যাচ্ছিলাম।

পথে বংশাল এলাকার ফায়ার সার্ভিসের একটু আগে রিকশা জো’রে ব্রেক করলে সালমা রিকশা থেকে ছিটকে পড়ে মাথায় আ’ঘাত পায়। পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আমার বোনকে মৃ’ত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, আমার বোন ইডেন কলেজের মাস্টার্সের ছাত্রী ছিলেন। আমাদের বাড়ি ভোলার চরফ্যাশন থানা এলাকায়। তার বাবার নাম মো. গোলাম কিবরিয়া।এ বি’ষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ই’নচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ভোরে একটি মেয়েকে ঢাকা মেডিকেলে আনা হয়েছিল।

পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ’ত ঘোষণা করেন। নি’হতের চাচাতো ভাই আমাদের জানিয়েছেন, রিকশাযোগে আসার সময় জো’রে ব্রেক করলে তিনি ছিটকে পড়ে মাথায় গু’রুতর আ’ঘাত পান। হাসপাতালে আনার পর চিকিৎসক মৃ’ত ঘোষণা করেন। নি’হত ওই ছাত্রী ইডেন কলেজে লেখাপড়া করতেন। ঈদের ছুটি শেষে ভোলা থেকে ফিরেছেন। ভোরে সদরঘাট থেকে হলের যাওয়ার পথে এ দু’র্ঘটনা ঘটে। ম’রদেহটি হাসপাতালের জরুরি বিভাগের ম’র্গে রাখা হয়েছে।