মোটরসাইকেলে পদ্মা সেতু পাড়ি দেওয়ায় সেনাবাহিনীর হাতে যুবক আটক

| আপডেট :  ৭ জুলাই ২০২২, ০৫:৫৩ অপরাহ্ণ | প্রকাশিত :  ৭ জুলাই ২০২২, ০৫:৫০ অপরাহ্ণ

পদ্মা সেতুতে মোটরসাইকেল নিষিদ্ধের পরও বাইক নিয়ে পদ্মা সেতু পাড়ি দেয়ার সময় মো. খালেদ মাহফুজ (২২) নামে এক যুবককে আটক করেছে সেতুতে টহলরত সেনাবাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার (৭ জুলাই) বেলা সারে ১১টার দিকে জাজিরা প্রান্ত থেকে ওই যুবককে আটক করা হয়।

মো. খালেদ মাহফুজ নড়াইল জেলার নরাগাতি থানার পানিপারা গ্রামের গোলাম মোস্তফার ছেলে। পরে পদ্মা দক্ষিণ থানায় হস্তান্তর করে সেনাটহল দলের সদস্যরা।

পুলিশ সূত্র জানায়, পদ্মা সেতুর মাওয়া প্রান্ত দিয়ে টোল না দিয়ে মোটরসাইকেল নিয়ে পদ্মা সেতুতে উঠে পড়েন বাইকার মাহফুজ। সেতু পার হয়ে জাজিরা প্রান্তে আসলে সেনাবাহিনীর টহল দলের সদস্যদের নজরে পড়ে। এ সময় তারা তাকে আটক করে। পরে তারা পদ্মা সেতু দক্ষিণ থানায় মাহফুজকে হস্তান্তর করে।

পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মোস্তাফিজুর রহমান মুটোফোনে গণমাধ্যমকে বলেন, মাহফুজ মাওয়া প্রান্ত টোল প্লাজা দিয়ে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে চলে আসেন। তিনি আমাদের হেফাজতে আছেন। তার বিরুদ্ধে সরকারি নির্দেশনা অমান্য করার অপরাধে ব্যবস্থা গ্রহণ করা হবে।