আমি ভালো থাকতে চাই, প্লিজ আমাকে শান্তি দিন: প্রভা

| আপডেট :  ২৯ জুন ২০২২, ০৩:৩৬ অপরাহ্ণ | প্রকাশিত :  ২৯ জুন ২০২২, ০৩:২৬ অপরাহ্ণ

সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু বললেই সেটা নিউজ হয়ে যাচ্ছে । বিষয়টিতে অখুশি অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। তিনি বলেন,আমার ব্যক্তিগত বিষয়- বানিয়ে সংবাদ করা হচ্ছে। একবারও আমার কাছে কেউ জানতে চায়নি, সেটা আমার পারসোনাল ইমোশন কি না? এসব দেখে আমি অসুস্থ হয়ে যাচ্ছি। ’ গতকাল প্রভাকে নিয়ে সংবাদ প্রকাশ হয়। সংবাদে বলা হচ্ছিল, প্রভা তার কৃতকর্মের জন্য ক্ষমা চেয়েছেন।

বিষয়টি নিয়ে অভিনেত্রী বলেন, ‘আমি হতবাক হয়ে গেছি। আমি কি তাহলে ফেসবুক ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারবো না? কেন আমাকে নিয়েই সংবাদ করতে হবে? আর তো কারো সংবাদ হয় না। এমন আজব আজব সংবাদে আমি কতটা মানসিকভাবে আহত হই তারা বোঝে না। ’

প্রভা দাবি করেন তিনি ভালো ভালো উক্তি সংগ্রহ করেন এবং সেসব উক্তিই ছবির সঙ্গে বা বিভিন্ন পোস্টে ব্যবহার করেন। অভিনেত্রী বলেন, ‘আমি যখনই কোনো বিখ্যাত উক্তি দেখি সেটা সংগ্রহে রাখি। এভাবেই উক্তিগুলো আমি প্রকাশ করতে ভালোবাসি। কিন্তু সেটা আমার ব্যক্তিগত কথা বানিয়ে সংবাদ করা হলে সেটা খুবই দুঃখজনক। ’

প্রভা বলেন, ‘আমি সংবাদ চাই না। আমার সংবাদের প্রয়োজন নেই। আমাকে অন্তত ভালো থাকতে দিন। আমি ভালো থাকতে চাই। আমি কিছু লিখলেই কেন সংবাদ হবে? কেন আমার ইনস্টাগ্রামে চোখ রাখতে হবে?’

সাদিয়া জাহান প্রভা ১৩ ফেব্রুয়ারি ১৯৮৮ সালে বাংলাদেশের শরীয়তপুর জেলায় জন্মগ্রহণ করেন। তার মা কল্পনা রহমান একজন প্রাক্তন উচ্চাঙ্গসংগীতশিল্পী এবং বাবা মজিবুর রহমান একজন পেশাজীবী। তারা দুই বোন ও এক ভাই। তিনি ২০০৬ সালে মোহাম্মদপুর প্রিপারেটরি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন।