সিলেট বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ

| আপডেট :  ১৭ জুন ২০২২, ০৪:২৩ অপরাহ্ণ | প্রকাশিত :  ১৭ জুন ২০২২, ০৪:২৩ অপরাহ্ণ

বাংলা একাত্তর ডেস্কঃ বারবার বন্যার কবলে সিলেট। সিলেটের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ব্যাপক বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে জেলার নদ-নদীগুলোর পানি বৃদ্ধি পাচ্ছে। এতে নদীর তীর উপচে নতুন করে বিভিন্ন বাড়িঘরে পানি ঢুকছে। পানির উচ্চতা ক্রমশ বাড়তে থাকায় আতঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ মানুষ।

বন্যা পরিস্থিতির কারণে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সব ধরনের ফ্লাইট চলাচল ৩ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

শুক্রবার এ তথ্য দেশের জাতীয় গণমাধ্যমকে শ্চিত করেছেন বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমেদ। তিনি জানান, রানওয়ের কাছাকাছি বন্যার পানি চলে আসায় আগামী ৩ দিনের জন্য ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এখন থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে।

সিলেটের বন্যা পরিস্থিতিতে প্রশাসনের আহ্বানের প্রেক্ষিতে সিলেটের বন্যা পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।