সাক্কুকে ৩৪৩ ভোটে হারিয়ে নৌকার প্রার্থী রিফাতের জয়

| আপডেট :  ১৫ জুন ২০২২, ০৯:৪৩ অপরাহ্ণ | প্রকাশিত :  ১৫ জুন ২০২২, ০৯:৪২ অপরাহ্ণ

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ পর্যন্ত জয়মাল্য উঠলো আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী আরফানুল হক রিফাতের গলায়। বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কুর (টেবিল ঘড়ি) থেকে ৩৪৩ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি।

নির্বাচনের চূড়ান্ত ফলাফলে আরফানুল হক রিফাত পেয়েছেন মোট ৫০৩১০টি ভোট। আর মনিরুল হক সাক্কু পেয়েছেন ৪৯৯৬৭ ভোট। অন্যদিকে, স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার ঘোড়া প্রতীকে পেয়েছেন ২৯০৯৯টি ভোট।

প্রসঙ্গত, বুধবার (১৫ জুন) সকাল ৮টায় শুরু হওয়া ভোট চলে বিকেল ৪টা পর্যন্ত। প্রথম দিকে উপস্থিতি বেশি থাকলেও বৃষ্টির কারণে কিছুটা কমে ভোটার সংখ্যা। কোনো কোনো কেন্দ্রে ভোটারদের লম্বা লাইন দেখা যায়। তবে ইভিএমে ভোট দিতে গিয়ে ধীরগতির অভিযোগ করেন কেউ কেউ। বিভিন্ন কেন্দ্রে ভোট দিয়ে প্রার্থীরাও একই কথা বলেন।

এবার কুমিল্লা সিটি নির্বাচনে ভোটার সংখ্যা ২ লাখ ২৯ হাজার ৯২০। তাদের মধ্যে নারী ভোটার ১ লাখ ১৭ হাজার ৯২, পুরুষ ভোটার ১ লাখ ১২ হাজার ৮২৬ আর হিজড়া ভোটার ২ জন।

এবারের নির্বাচনে মেয়র পদে ৫, সাধারণ কাউন্সিলর পদে ১০৬ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৬ প্রার্থী হয়েছেন। সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডেই ইভিএমে ভোটগ্রহণ করা হয়েছে।