যে দেশে পুরুষের দুটি বিয়ে করা বাধ্যতামূলক, না করলে জেল!

| আপডেট :  ৩১ ডিসেম্বর ২০২০, ০৩:৪৯ অপরাহ্ণ | প্রকাশিত :  ৩১ ডিসেম্বর ২০২০, ০৩:৪৯ অপরাহ্ণ

বিয়ে নিয়ে পৃথিবীজুড়ে মানুষের নিয়ম-কাননের শেষ নেই। একেক দেশে একেক রীতি। তবে যাই হোক না কেন, বিয়েকে একটি পবিত্র সম্পর্ক হিসেবে বিবেচিত করা হয়। কিন্তু বিশ্বে বিয়ে নিয়ে এমন অনেক রীতিনীতি এবং ঐতিহ্য রয়েছে, যা শুনে লো’কেরা হ’তবাক হয়ে যান।

বিশ্বে এমন একটি দেশ রয়েছে যেখানে দুটি বিয়ে করতে হয় এবং অ’স্বীকার করলে বরকে শা’স্তি দেওয়া হয়। আপনি নিশ্চয়ই ভাবছেন যে রাজা-মহারাজা প্রাচীনকালে এই সমস্ত কাজ করতেন। অনেক বিবাহ করা তাদের সখ ছিল এবং রাজা-মহারাজা নিজের ইচ্ছেতেই বিবাহ করতেন। তবে এ দেশে পুরুষরা দু’জনকে বিয়ে করতে বা’ধ্য হয়।

ইরিত্রিয়া যা আফ্রিকা মহাদেশে অবস্থিত, এখানে প্রত্যেক পু’রুষকে দুটি বিবাহ করতে হয় এবং দুটি স্ত্রী রাখার একটি অনন্য আইন রয়েছে। যদি কোনও পুরুষের দুটি স্ত্রী না থাকে তবে তার বি’রুদ্ধে আ’ইনি ব্য’বস্থা নেওয়া হয় এবং তার জে’লও হতে পারে।

আসলে এ আইনটি তৈরি করার জন্য ইরিত্রিয়ার নিজস্ব কারণ রয়েছে। ইথিওপিয়ার সাথে গৃ’হযু’দ্ধের কারণে সেখানে না’রীর সংখ্যা পু’রুষদের তুলনায় অনেক বেশি।

সুতরাং, পু’রুষদের জন্য দুটি বিবাহ করার জন্য একটি আইন করা হয়েছিল। এর সাথে সাথে না’রীদের জন্যও একটি কঠোর আইন করা হয়েছিল, যার অধীনে না’রীরা স্বা’মীদেরকে অন্য বি’য়েতে বা’ধা দিতে বা আ’টকাতে পারে না। বিবাহতে বা’ধা দিলে না’রীদের যা’বজ্জীবন কা’রাদ’ণ্ডও হতে পারে।

সূত্র : বিবিসি।