বাংলাদেশি প্লাটফর্মে জয়া-প্রসেনজিৎ

| আপডেট :  ৩১ ডিসেম্বর ২০২০, ১২:৪৩ অপরাহ্ণ | প্রকাশিত :  ৩১ ডিসেম্বর ২০২০, ১২:৪৩ অপরাহ্ণ

বাংলাদেশি প্লাটফর্মে জয়া-প্রসেনজিৎবাংলাদেশে ওটিটি প্ল্যাটফর্মে প্রথমবারের মত মুক্তি পেতে যাচ্ছে জয়া এবং প্রসেনজিৎ অভিনীত সিনেমা ‘রবিবার’। এই সিনেমায় প্রথমবারের মত প্রসেনজিৎ চ্যাটার্জির সাথে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছিলেন জয়া আহসান।

লাইভ টেকনোলজির পরিচালক তামজিদ অতুল জানান, ‘সিনেমাটিক’ অ্যাপে বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) মুক্তি পাবে এই সিনেমাটি।

তিনি বলেন, ‘প্রসেনজিৎ ও জয়া আহসান অভিনীত রবিবার বেশ প্রশংসিত একটি ছবি। ছবিটিতে অভিনয় করে স্পেনের মাদ্রিদ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিদেশি ভাষার চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে পুরস্কার জিতেছেন জয়া আহসান। এই ছবিটি সিনেমাটিক অ্যাপে বছরের একেবারে শেষের দিন মুক্তি দেওয়া হবে। যারা হলে গিয়ে ছবিটি দেখার সুযোগ পাননি তারা এবার ছবিটি দেখার সুযোগ পাবেন।’

প্রসঙ্গত, অতনু ঘোষের পরিচালনায় সিনেমাটি নির্মিত হয়েছে রীতিবিরুদ্ধ একটি সম্পর্কের গল্প নিয়ে। সিনেমাটি সর্বপ্রথম ২০১৯ সালের ২৭ ডিসেম্বর পশ্চিমবঙ্গে মুক্তি পায় এবং এরপর ২০২০ সালের ২১ ফেব্রুয়ারি বাংলাদেশে মুক্তি দেওয়া হয়।