‘মুজিব’ সিনেমা নিয়ে সমালোচলা, এবার মুখ খুললেন অভিনেত্রী তিশা

| আপডেট :  ২৫ মে ২০২২, ০২:২০ অপরাহ্ণ | প্রকাশিত :  ২৫ মে ২০২২, ০২:২০ অপরাহ্ণ

বিনোদন: বাংলাদেশের স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত সিনেমা ‘মুজিব: দ্য মেকিং অফ আ নেশন’। এটি বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে বেশি বাজেটের সিনেমা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ।

জাতির জনকের স্ত্রী চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। এবার কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে গত ১৯ মে ভারতীয় প্যাভিলিয়নে সিনেমাটির ট্রেলার প্রদর্শন হয়।

সিনেমার ট্রেলার সামনে আসতেই বাংলাদেশে এটি নিয়ে সমালোচলা চলছে। তবে সিনেমাটি উপাভোগ্য হবে বলে দাবি করছেন এর নির্মাতা শ্যাম বেনেগাল ও অভিনেতা শুভ। এবার মুখ খুললেন অভিনেত্রী তিশাও।

নিউ ইয়র্কভিত্তিক বিনোদন ম্যাগাজিন ভ্যারাইটির সঙ্গে আলাপকালে তিশা বলেন, ‘বঙ্গবন্ধুর কথা সবাই জানেন, কিন্তু ফজিলাতুন্নেসার কথা খুব বেশি অনেকেই জানেন না। প্রবাদ আছে প্রতিটি সফল পুরুষের পেছনে একজন নারী থাকেন। স্বাধীনতা সংগ্রামের সময় বঙ্গবন্ধু যখন রাজনৈতিক বন্দি হিসেবে জেলে ছিলেন তখন বেগম মুজিব তাকে সর্বাত্মক সহযোগিতা করেছেন। পরিবারের দেখাশোনা করেছেন ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছেন। তিনি একজন শক্তিশালী নারী।’

তিশা আরও বলেন, ‘তিনি অসাধারণ সব কাজ করেছেন। আমি মনে করি এই সিনেমার মাধ্যমে মানুষ দারুণ একজন মহীয়সী নারীকে চিনবে ও জানবে। তার কাজ ও ত্যাগ সম্পর্কে জানতে পারবে।’

দেশের চলচ্চিত্রের অগ্রযাত্রা নিয়ে তিশা বলেন, ‘আমি মনে করি বাংলাদেশের চলচ্চিত্রের উজ্জ্বল ভবিষ্যৎ আছে। কারণ আমাদের অনেক তরুণ পরিচালক আছেন যারা বিশেষ কিছু করার চেষ্টা করছেন।’

অভিনয়ের পাশাপাশি প্রযোজকের খাতায় নাম লিখিয়েছেন তিশা। ‘নো ল্যান্ডস ম্যান’ নামে একটি সিনেমা প্রযোজনা করেছেন তিনি। সিনেমাটি পরিচালনা করেছেন মোস্তফা সরয়ার ফারুকী।