এইচএসসি পরীক্ষার ফলাফল তৈরি: শিক্ষামন্ত্রী

| আপডেট :  ২৯ ডিসেম্বর ২০২০, ১১:০৭ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ২৯ ডিসেম্বর ২০২০, ১১:০৭ পূর্বাহ্ণ

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, চলতি বছরের এইচএসসি ও সমমানের ফল তৈরি আছে। বই উৎসব নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আজ মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুরে এ কথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী জানান, এ সংক্রান্ত অধ্যাদেশ জারি হলেই ফল প্রকাশ করা হবে।

শিক্ষামন্ত্রী বলেন, জানুয়ারি প্রথম সপ্তাহেই অধ্যাদেশ জারি করা হতে পারে এবং এরপর ফল প্রকাশ করা হবে।

এসময় তিনি ২০২১ সালের জুন মাসে এসএসসি ও সমমানের পরীক্ষা নেয়ার ব্যাপারেও আশা প্রকাশ করেছেন। মন্ত্রী বলেন, আগামী বছরের জুন মাসে আমরা এসএসসি ও সমমানের পরীক্ষা আয়োজনের লক্ষ নিয়েই আমরা সামনে এগোচ্ছি। পরীক্ষার জন্য একটি সংক্ষিপ্ত সিলেবাস তৈরির কাজ করছে এনসিটিবি। তিনি আরও বলেন, এসএসসি পরীক্ষা গ্রহণের উদ্দেশ্যে আগামী বছরের শুরুর দিকেই এসএসসি পরীক্ষার্থীদের স্কুলে নিয়ে ক্লাস করার প্রস্তুতি নিচ্ছি।

প্রসঙ্গত, সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানিয়েছেন আগামী ফেব্রুয়ারিতে স্কুল কলেজ খেলা হতে পারে।