বসন্তের ছোঁয়ায় ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ

| আপডেট :  ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১১:১৮ অপরাহ্ণ | প্রকাশিত :  ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১১:১৮ অপরাহ্ণ

শীতের রুক্ষতা শেষে প্রকৃতিতে আসে নতুনত্ব। গাছে গাছে নতুন পাতা আর বাহারি রঙের ফুল জানান দেয় ঋতুরাজ বসন্ত তার রূপের পসরা নিয়ে প্রকৃতিতে হাজির হয়েছে। বসন্তকে বরণ করে নিতে প্রতি বছরের ন্যায় এবারও বর্ণিল আয়োজনে ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ-এ বসন্ত উৎসব পালিত হয়েছে।

মঙ্গলবার ব্যবসায় প্রশাসন বিভাগের আয়োজনে বেলা ১০.৩০ মিনিটে হলুদ শাড়ি ও পাঞ্জাবি পরে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে আনন্দ শোভাযাত্রা ও কেক কাটার মধ্যে দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. প্রিয় ব্রত পাল।

এসময় আরো উপস্থিত ছিলেন, রেজিস্ট্রার চৌধুরী খাইরুল হাসান, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর নুরুল আমীন, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক জুয়েল চৌধুরী, সহকারী অধ্যাপক ড. মানিস সরকার, প্রভাষক সাদ্দাম হোসাইন, জহির রায়হান, আফরোজা আক্তার সুমি, নুশরাত আফরিন শিল্পা, স্বর্ণালি ধ্রুব শিমু এবং অন্যান্য বিভাগের বিভাগীয় চেয়ারম্যান শিক্ষকমন্ডলী, কর্মকর্তা ও কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ।