বিশ্বের সবচেয়ে বড় কোরআন একাডেমি উদ্বোধন

| আপডেট :  ২৮ ডিসেম্বর ২০২০, ০৫:৫৬ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ২৮ ডিসেম্বর ২০২০, ০৫:৫৬ পূর্বাহ্ণ

বিশ্বের সবচেয়ে বড় কোরআন একাডেমির উদ্বোধন করছেন। আরব আমিরাতের শারজার শাসক শেখ সুলতান বিন মুহাম্মদ এটির উদ্বোধন করেন।

ইসলামি ঐতিহ্যের ৮ কোনা তারকা আকৃতির এই একাডেমিটি ৭৫ হাজার স্কয়ার মিটার পর্যন্ত বিস্তৃত। এতে মোট ৩৪টি গম্বুজ এবং বৈজ্ঞানিক ও ঐতিহাসিক জাদুঘর রয়েছে।

জানা গেছে, একাডেমিতে ১৫টি সেকশনে কোরআনের ৬০টি পাণ্ডুলিপির প্রদর্শনী করা হচ্ছে। একেক সেকশনে একেক শতকের পাণ্ডুলিপি। মোট ৩০৮ কপি পবিত্র প্রত্নতাত্ত্বিক কোরআন প্রদর্শন করা হচ্ছে।

এ ছাড়া একাডেমিতে মোট কাবাশরিফে ব্যবহৃত ২৮টি কালো গিলাপ রয়েছে যার মধ্যে সবচেয়ে পুরনো গিলাপটি ৯৭০ হিজরি সনের।