সহবাসের কতক্ষণ পর ফরজ গোসল করতে হয়?

| আপডেট :  ১৬ মে ২০২২, ০৮:০৪ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ১৬ মে ২০২২, ০৮:০৪ পূর্বাহ্ণ

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দ‍র্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।

রমজানের বিশেষ আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানের দশম পর্বে সহবাসের পর ফরজ গোসলের সময়সীমা সম্পর্কে টেলিফোনে পাবনা থেকে জানতে চেয়েছেন মিজানুর রহমান। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।

প্রশ্ন : সহবাসের কতক্ষণ পর ফরজ গোসল দিতে হয়? এ রকম কোনো সময়সীমা আছে কি?

উত্তর : না, সহবাসের কতক্ষণ পর গোসল করতে হবে, তার কোনো সময়সীমা নির্ধারিত নেই। তবে নবী করিম (সা.)-এর আমল এবং সালফে সালেহিনের আমল মতে, যত দ্রুত সম্ভব ফরজ গোসল করাটাই হলো সুন্নাহ। এটিই গুরুত্বপূর্ণ। তাই যত দ্রুত সম্ভব ফরজ গোসল আদায় করা উচিত।