সিনেমা হলে মিললো ১৭৭৬ লিটার সয়াবিন তেল

| আপডেট :  ১৫ মে ২০২২, ১২:০৮ অপরাহ্ণ | প্রকাশিত :  ১৫ মে ২০২২, ১২:০৮ অপরাহ্ণ

ভোলার বোরহানউদ্দিন উপজেলার একটি ডিলারের গোডাউন থেকে ১ হাজার ৭৭৬ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে। অবৈধভাবে তেল মজুত করায় ওই ডিলারকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত তেল ১৬০ টাকা দামে জনসাধারনের কাছে বিক্রি করা হয়।

গতকাল শনিবার (১৪ মে) রাত সাড়ে ৮টার দিকে ভোলার বোরহানউদ্দিন পৌর ৬ নম্বর ওয়ার্ডে উপজেলা সড়কের সাবেক চিত্রমনি সিনেমান হলের একটি গোডাউন থেকে তেলগুলো জব্দ করা হয়।

বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে সংবাদমাধ্যমকে বলেন, ভোলার জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) তথ্যের ভিত্তিতে আমরা বোরহানউদ্দিনের সাবেক চিত্রমনি সিনেমা হলের একটি গোডাউন থেকে ১ হাজার ৭৭৬ লিটার রূপচাঁদা সয়াবিন তেল জব্দ করি।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ডিলার মাকসুদ চৌধুরীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও জব্দকৃত তেল ১৬০ টাকা কেজি দামে জনসাধারণের কাছে বিক্রি করা হয়।