এক হাজার টাকার লাল নোট বাতিল; যা বললো বাংলাদেশ ব্যাংক

| আপডেট :  ১১ মে ২০২২, ১০:৪৪ অপরাহ্ণ | প্রকাশিত :  ১১ মে ২০২২, ১০:৩৭ অপরাহ্ণ

এক হাজার টাকার লাল নোট ‘বাতিলের ঘোষণা’ গুজব বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (১১ মে) বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র জিএম আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের ১০০০ টাকা মূল্যমানের লাল নোট আগামী ৩০-০৫-২২ তারিখের পর অচল হিসেবে গণ্য করা হবে মর্মে সম্প্রতি

বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম এবং অনলাইন প্লাটফর্মে যে গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রচারিত হচ্ছে তা বাংলাদেশ ব্যাংকের দৃষ্টিগোচর হয়েছে।

জণসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ ব্যাংকের ১০০০ টাকা মূল্যমানের লাল নোট বা অন্য কোনো নোট অচল হিসেবে ঘোষণা করা হয়নি। এ জন্য জণসাধারণকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করা হচ্ছে।