কমেছে ডিম ও সবজির দাম, বেড়েছে মুরগীর

| আপডেট :  ২ সেপ্টেম্বর ২০২২, ১২:৩৩ অপরাহ্ণ | প্রকাশিত :  ২ সেপ্টেম্বর ২০২২, ১২:৩৩ অপরাহ্ণ

কমেছে ডিম ও সবজির দাম, বেড়েছে মুরগীর। বাজারে ফার্মের ব্রয়লার মুরগির দাম বেড়েছে, প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৭০-১৮০ টাকা। গত একদিন আগেও ব্রয়লার মুরগি বিক্রি হয়েছিল ১৬০ টাকা কেজি। অন্যদিকে, বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে প্রতি কেজি ৬৬০-৬৮০ টাকায়। খাসির মাংসের প্রতি কেজি বিক্রি হচ্ছে ৯০০ টাকায়।

ঢাকার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, ২০ টাকা দাম বেড়ে সোনালি মুরগির প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩০০ টাকায়। লেয়ার মুরগির প্রতি কেজি বিক্রি হচ্ছে ২৭০-২৮০ টাকায়। লাল ডিমের দাম ডজন ১২০ টাকা। বাজারে হাঁসের ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৮০ টাকায়। পাকিস্তানী মুরগির ডিমের ডজন ২১০ টাকা।

শুক্রবার (২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মোহাম্মদপুর কৃষি বাজার, আদাবর মহাখালী কাচাঁবাজার এলাকা ঘুরে এসব চিত্র দেখা গেছে। শসা প্রতিকেজি বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকায়। লম্বা বেগুনের কেজি বিক্রি হচ্ছে ৪০ টাকা।

ময়মনসিংহের গফঁরগাও এর বেগুন বিক্রি হচ্ছে ৮০ টাকায়। টমেটো বিক্রি হচ্ছে ১২০ টাকা। বাজারে সিমের কেজি ১০০-১৫০ টাকা। গত সপ্তাহে সিমের কেজি ছিল ২৪০ টাকা, করলা ৮০ টাকা, চালকুমড়া প্রতিপিস ৫০ টাকা, প্রতি পিস লাউ আকারভেদে বিক্রি হচ্ছে ৩০-৬০ টাকায়, পটল ৪০ টাকা, ঢেঁড়স ৪০ টাকা, কচুর লতি ৫০ টাকা, পেঁপের কেজি ২০-৩০টাকা। কাঁচামরিচের দাম কমেছে , প্রতিকেজি বিক্রি হচ্ছে ৪০-৬০ টাকায়। শুকনা মরিচের কেজি ৪০০ থেকে ৪৫০ টাকা।

কৃষি বাজারের সবজি বিক্রেতা জহুর আলী জানান, আমদানি ভাল থাকায় সবজির দাম বাড়েনি। দাম অনেকটাই সস্থিদায়ক। আলুর কেজি বিক্রি হচ্ছে ৩০ টাকায়। পেঁয়াজের দাম কমেছে। দেশি পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৫০ টাকা।