ঈদুল ফিতরে যে ৬ ব্যাংকে মিলবে নতুন টাকা

| আপডেট :  ১৯ এপ্রিল ২০২২, ১১:৪১ অপরাহ্ণ | প্রকাশিত :  ১৯ এপ্রিল ২০২২, ১১:৪১ অপরাহ্ণ

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বুধবার (২০ এপ্রিল) থেকে বাংলাদেশ ব্যাংকসহ চট্টগ্রামের ৬টি ব্যাংকের বুথ থেকে নতুন নোট সংগ্রহ করতে পারবেন গ্রাহকরা।

মঙ্গলবার (১৯ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। আগামী ২৮ এপ্রিল পর্যন্ত ১০ টাকা থেকে ১০০ টাকা পর্যন্ত জনপ্রতি ১৮ হাজার টাকার নতুন নোট সংগ্রহ করা যাবে।

বাংলাদেশ ব্যাংক সূত্র থেকে জানা গেছে, চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের দুটি কাউন্টার এবং বাণিজ্যিক ব্যাংকের পাঁচটি শাখায় নতুন টাকার নোট বিনিময় শুরু হবে বুধবার। অন্য বেসরকারি ব্যাংকসমূহ হলো ব্যাংক এশিয়া লিমিটেড অক্সিজেন শাখা, যমুনা ব্যাংক লিমিটেড বহদ্দারহাট শাখা, সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড হালিশহর শাখা, এবি ব্যাংক লিমিটেড ইপিজেড শাখা এবং প্রাইম ব্যাংক লিমিটেড আইবিবি পাহাড়তলী শাখা।

২০ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত মোট ৭ কর্মদিবসে উপরোক্ত ব্যাংক সমূহের নির্ধারিত কাউন্টার থেকে জনপ্রতি ১০০, ৫০, ২০ ও ১০ টাকা মূল্যের এক প্যাকেট করে মোট ১৮ হাজার টাকা নতুন নোট নিতে পারবেন।