শাহবাজ শরীফকে শেখ হাসিনার অভিনন্দন

| আপডেট :  ১৩ এপ্রিল ২০২২, ১১:৪২ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ১৩ এপ্রিল ২০২২, ১১:৪২ পূর্বাহ্ণ

পাকিস্তানের নয়া প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১৩ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিনন্দন জানিয়েছে বলে নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

অভিনন্দন বার্তায় বঙ্গবন্ধুকন্যা উল্লেখ করেন, এই অঞ্চলের দেশগুলোকে যেসব সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সেইসব সমস্যা সমাধানে নিজেদের স্বার্থে সবাই একসাথে কাজ করবে বলে আশাবাদী তিনি। অনাস্থা প্রস্তাবের ইমরান খান ক্ষমতাচ্যুত হওয়ার পর ১১ ই এপ্রিল পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন শাহবাজ শরীফ।

২০২৩ সালের আগস্টে পাকিস্তানের নির্বাচন হওয়ার কথা ছিল। তবে বরাবরের মতোই ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ নেতৃত্বাধীন সরকার নির্ধারিত সময়ের আগে ক্ষমতাচ্যুত হয়েছে। এ নিয়ে পাকিস্তান স্বাধীন হওয়ার পর এখন পর্যন্ত কোনো সরকার সংবিধান নির্ধারিত পূর্ণ মেয়াদকাল সম্পন্ন করতে পারেনি।