পদ্মা সেতু কবে চালু হবে জানালেন প্রধানমন্ত্রী

| আপডেট :  ৬ এপ্রিল ২০২২, ০২:৫৯ অপরাহ্ণ | প্রকাশিত :  ৬ এপ্রিল ২০২২, ০২:৫৯ অপরাহ্ণ

এ বছরের শেষের দিকে জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে পদ্মা সেতু। আজ বুধবার (৬ এপ্রিল) সংসদে একথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের ইতিহাসে একটি সাহসী পদক্ষেপ হচ্ছে পদ্মা সেতু। এটি আমাদের ইতিহাসের সবচেয়ে বড় চ্যালেঞ্জিং প্রকল্প। তিনি বলেন, ‘পদ্মা সেতু প্রকল্পের সংযোগ সড়কসহ অন্যান্য সকল কাজ দ্রুত সম্পন্ন হয়েছে।

শেখ হাসিনা বলেন, বর্তমানে সেতুতে কার্পেটিং, ভায়াডাক্ট কাপের্টিং, ওয়াটারপ্রুফ মেমব্রেন, মুল সেতু ও ভায়াডাক্টের মুভমেন্ট জয়েন্ট, ল্যাম্পপোস্ট, অ্যালুমিনিয়াম রেলিং, গ্যাসের পাইপলাইন, ৪ শ কেভিএ বিদ্যুৎ এবং রেললাইন নির্মাণের কাজ চলমান। ২০২২ সালের শেষ নাগাদ পদ্মা সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়ার জন্য কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।’