রাতের আঁধারে এতিম-ছিন্নমূলদের মুখে খাবার তুলে দিলেন অপূর্ব

| আপডেট :  ৪ এপ্রিল ২০২২, ১১:০৩ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ৪ এপ্রিল ২০২২, ১১:০৩ পূর্বাহ্ণ

রাজধানীর বিভিন্ন রাস্তায় রাত কাটায় বহু মানুষ। রাতের আঁধারে এসব মানুষের হাতে খাবারের প্যাকেট তুলে দিলেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। কোনো নাটকের দৃশ্য নয়, রমজানের শুরুতে নিজ উদ্যোগে অসহায় ছিন্নমূল মানুষদের মুখে খাবার তুলে দেন তিনি।

শনিবার (২ এপ্রিল) দিবাগত রাতে প্যাকেট ভর্তি খাবার হাতে রাস্তায় বেরিয়ে পড়েন অপূর্ব। রাজধানীর উত্তরা, এয়ারপোর্ট এলাকায় ছিন্নমূল মানুষের হাতে সেহরির জন্য সেই খাবার তুলে দেন তিনি।

এরপর রাজধানীর বিমানবন্দর সংলগ্ন কাওলা এলাকার একটি মাদরাসায় যান এই অভিনেতা। সেখানে প্রায় ১৫০ এতিম শিশুর সঙ্গে বসে প্রথম সেহরি খেয়েছেন অপূর্ব। সেহরি শেষে সবার সঙ্গে ফজরের নামাজ আদায় করে বাসায় ফেরেন তিনি।

অপূর্বর খাবার বিতরণের এমন কিছু স্থিরচিত্র ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভক্তদের পাশাপাশি সাধারণ মানুষও এই অভিনেতার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।