চলচ্চিত্র থেকে বিদায় নিলেও তার জায়গা আজও কেউ নিতে পারেননি

| আপডেট :  ১৪ মার্চ ২০২২, ০১:৪৮ অপরাহ্ণ | প্রকাশিত :  ১৪ মার্চ ২০২২, ০১:৪৮ অপরাহ্ণ

একসময়ের বাংলা সিনেমা জগতের জনপ্রিয় অভিনেত্রী ছিলেন শাবানা। তবে দীর্ঘদিন ধরেই সিনেমা জগত থেকে দূরে রয়েছেন এই অভিনেত্রী। স্থায়ী হয়েছেন আমেরিকায়। কিন্তু সিনেমা গুণগ্রাহীরা এখনও মনে রেখেছেন এই অভিনেত্রীকে। তরুণ অভিনেত্রীদের কাছে এখনও উদাহরণ এই নায়িকা। আর সম্প্রতি এই গুণী অভিনেত্রী সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশের একটি গণমাধ্যমকে।

সাক্ষাৎকারে শাবানা বলেন, ‘এখন নাতি-নাতনীরা মাঝেমধ্যে আমার করা পুরানো সিনেমা দেখে। সিনেমা দেখে ওরা অবাক হয়। মাঝেমধ্যে আবার কৌতুহলী হয়ে প্রশ্ন করে, ‘নানুমনি আমিও যদি অ্যাকট্রেস হই তাহলে কি তোমার মত হতে পারবো?’

সাক্ষাৎকার একপর্যায়ে বর্তমান সিনেমা জগতের প্রসঙ্গ আসতেই তিনি নায়ক হিসেবে শাকিব খানকেই সেরা নায়ক হিসেবে বেছে নেন। তবে সেরা নায়িকার প্রসঙ্গ আসতে যে কাউকে সেরা হিসেবে বেছে নিতে অনেকটাই অস্বীকৃতি জানান এই অভিনেত্রী।

পাশাপাশি, সিনেমার মানের প্রসঙ্গ আসতেই এই অভিনেত্রী জোর দেন ভালো ও সুন্দর সময়োপযোগী মানসম্পন্ন স্ক্রিপ্টের প্রতি। এছাড়া সিনেমা সংক্রান্ত বিষয় ছাড়াও নিজের বর্তমান জীবনযাত্রা এবং আমেরিকায় স্থায়ী হওয়া প্রসঙ্গেও বেশ কিছু আলোচনা করেন তিনি।

প্রসঙ্গত, অভিনেত্রী শাবানার প্রকৃত নাম আফরোজা সুলতানা রত্না। তিনি ১৯৫২ সালের ৫ জুন জন্মগ্রহণ করেন। তাকে বলা হয় বাংলাদেশের জীবন্ত কিংবদন্তী চলচ্চিত্র অভিনেত্রী। ১৯৬২ সালে শিশুশিল্পী হিসেবে নতুন সুর চলচ্চিত্রে তার চলচ্চিত্রে আবির্ভাব ঘটে। পরে ১৯৬৭ সালে চকোরী চলচ্চিত্রে চিত্রনায়ক নাদিমের বিপরীতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেন।

তিনি তার ৩৬ বছর কর্মজীবনে ২৯৯টি চলচ্চিত্রে অভিনয় করেন। তবে ২০০০ সালে রূপালী জগৎ থেকে নিজেকে আড়াল করে ফেলেন এ নায়িকা। দীর্ঘ কর্মজীবনে তিনি অভিনয়ের জন্য ৯ বার ও প্রযোজক হিসেবে ১ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এবং ২০১৭ সালে আজীবন সম্মাননায় ভূষিত হন। ভিডিও