দেশে পৌঁছেছে ইঞ্জিনিয়ার হাদিসুরের নিথর দেহ

| আপডেট :  ১৪ মার্চ ২০২২, ১২:৫৩ অপরাহ্ণ | প্রকাশিত :  ১৪ মার্চ ২০২২, ১২:৫৩ অপরাহ্ণ

ইউক্রেনে রকেট হামলায় নিহত, বাংলার সমৃদ্ধি জাহাজের প্রকৌশলী হাদিসুর রহমানের মরদেহ বাংলাদেশে পৌঁছেছে। সোমবার (১৪ মার্চ) দুপুর ১২টার দিকে তাকে বহনকারী টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটটি (টিকে-৭২২) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

গত ১১ মার্চ হাদিসুরের মরদেহ ইউক্রেন থেকে মলদোভায় পৌঁছায়। সেখান থেকে মরদেহ শনিবার সকালে রোমানিয়ায় পৌঁছায়। রোমানিয়া থেকে টার্কিশ এয়ারলাইন্সের একটি কার্গো ফ্লাইটে তার মরদেহ রোববার ঢাকায় আসার কথা ছিল। তবে অতিরিক্ত তুষারপাতের কারণে ফ্লাইটটি বাতিল করা হয়।

আরও পড়ুন: জায়েদ-নিপুণের পদ নিয়ে স্থিতাবস্থা কঠোরভাবে পালনের নির্দেশউল্লেখ্য, গত ২ মার্চ ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকে থাকা জাহাজ বাংলার সমৃদ্ধি রকেট হামলার শিকার হয়। এতে নিহত হন নাবিক হাদিসুর।

পরে জাহাজ থেকে ২৮ নাবিকসহ হাদিসুরের মরদেহ নিরাপদ জায়গায় সরিয়ে নেয়া হয়। এর আগে, গত ৯ মার্চ উদ্ধার হওয়া নাবিকদের দেশে ফেরত আনা হয়।