সাকিব মেন্টালি ডিস্টার্বড, তাকে সমর্থন দেওয়া উচিত: পাপন

| আপডেট :  ১২ মার্চ ২০২২, ০৪:৪৯ অপরাহ্ণ | প্রকাশিত :  ১২ মার্চ ২০২২, ০৪:৪৯ অপরাহ্ণ

সাকিব আল হাসানের দক্ষিণ আফ্রিকা সিরিজ নিয়ে কম জলঘোলা হয়নি। প্রতিদিনই নতুন নতুন করে সিদ্ধান্ত আসছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও সাকিবের পক্ষ থেকে। তবে শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় যাচ্ছেন সাকিব।

আজ (১২ মার্চ) বিসিবিতে সাকিব ও নাজমুল হাসান পাপন জরুরি বৈঠকে বসেন। সাকিব আল হাসানের ভবিষ্যত পরিকল্পনা নিয়ে এই আলোচনা হয়। বৈঠকে পর বিসিবি প্রধান জানান, সাকিব এই মুহূর্তে মেন্টালি কিছুটা স্ট্রেসড আছে। মেন্টালি ডিস্টার্বড হওয়াতে সাকিব সিদ্ধান্তহীনতায় ভুগছেন। ফলে, সাকিবকে সমর্থন দেওয়ার আহবান জানিয়েছেন বিসিবি প্রধান।

সাকিবের সিদ্ধান্তহীনতার বিষয়টি তুলে ধরতে গিয়ে শেষ কিছুদিনের ঘটনাপ্রবাহ টেনে নাজমুল হাসান পাপন বলেন, ‘সাকিব প্রথমে আমাদের কাছে একটা ছুটি (দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে) চেয়েছিল। এরপর সে আমাকে আফগানিস্তানের বিপক্ষে থার্ড ওডিআইয়ের দিন বলেছিল সে খেলবে।

দুবাইতে যাওয়ার আগে সে আপনাদেরকে আর জালাল ভাইকে জানায়, সে মেন্টালি এবং ফিজিক্যালি আনফিট। সেখানে গিয়ে আমাকে আবার বললো, দেশে এসে কথা বলে ফাইনাল করবে। তবে সেখান থেকে একটা সিদ্ধান্ত জানালো যে, সে যাচ্ছে না। যেটা জালাল ভাই আপনাদের জানিয়েছে। আমরাও তাকে বিশ্রাম দিয়েছি।’

এরপর বিসিবি প্রধান সাকিবকে নিয়ে আরও যোগ করেন, ‘পরশুদিন এসেই সে আমাকে জানালো, সে মেন্টালি ডিস্টার্বড। কোন না কোন সময় এটা মানুষের হতেই পারে। আপনারা অনেক সময় ধরে নেন এটার জন্য, ওটার জন্য। কিন্তু অনেক সময় আমরা জানিই না কে কী কারণে ডিস্টার্বড। যার কারণে সিদ্ধান্ত নিতে সাকিবের একটু সমস্যা হচ্ছে।’

সাকিবকে এই মুহূর্তে বোর্ড থেকে শুরু করে সবার সমর্থন দেওয়া উচিত জানিয়ে বিসিবি বস নাজমুল হাসান পাপন আরও যোগ করেন, ‘যেহেতু সাকিব মেন্টালি কিছুটা ডিস্টার্বড, এই মুহূর্তে ওকে সাপোর্ট দেওয়া আমাদের উচিত। ওর সাথে থাকা উচিত, ওকে মেন্টাল স্ট্রেন্থ দেওয়া উচিত।’