‘ইউরোপের তুলনায় বাংলাদেশে দ্রব্যমূল্য বাড়েনি’

| আপডেট :  ১০ মার্চ ২০২২, ০৮:৪৩ অপরাহ্ণ | প্রকাশিত :  ১০ মার্চ ২০২২, ০৮:৪৩ অপরাহ্ণ

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সারা পৃথিবীতে দ্রব্যমূল্য বেড়েছে। তবে ইউরোপের তুলনায় বাংলাদেশে দ্রব্যমূল্য সেভাবে বাড়েনি।বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, করোনা এবং ইউরোপে যুদ্ধের কারণে সমগ্র পৃথিবীতে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। ইউরোপে গত ১৩ বছরের মধ্যে খাদ্যপণ্যের দাম বর্তমানে সর্বোচ্চ। আমেরিকা অনেক দূরে হলেও সেখানে এবং ভারত, পাকিস্তানেও দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে।

কিছু অসাধু ব্যবসায়ী সুযোগ পেলেই দ্রব্যমূল্য বাড়ানোর পাঁয়তারা করেন এমন অভিযোগ করে হাছান মাহমুদ বলেন, সরকার সেটার বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করছে এবং করবে।

তিনি বলেন, বিএনপি দলগতভাবে এই কাজ (দ্রব্যমূল্য বাড়াতে উসকানি) করছে। সমুদ্রের ওপার থেকেও কিছু কিছু ব্যবসায়ীকে বাতাস দেওয়া হচ্ছে যাতে পণ্য মজুত করে দ্রব্যমূল্য বাড়ে। সরকার সেগুলোর বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

এ ছাড়া টিসিবির আওতা বাড়িয়ে নিম্ন আয়ের মানুষ যাতে কম মূল্যে পণ্য কিনতে পারে সরকার সে ব্যবস্থা করছে বলেও জানান তথ্যমন্ত্রী।