শিল্পীদের মোয়া মনে করলে ভুল করবেন: ওমর সানী

| আপডেট :  ১০ মার্চ ২০২২, ১১:৪৫ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ১০ মার্চ ২০২২, ১১:৪৫ পূর্বাহ্ণ

নিজের ইউটিউব চ্যানেলে ঢাকাই ছবির পরিচালক মালেক আফসারী অভিনেত্রী অরুণা বিশ্বাসকে নিয়ে বিরূপ মন্তব্য করেছেন। পরিচালকের এমন কথায় ব্যক্তিগত ইমেজ ও পারিবারিক সম্মান নষ্ট হয়েছে বলে দাবি করে তাঁর বিরুদ্ধে মঙ্গলবার থানায় জিডি করেছেন অরুণা বিশ্বাস। বুধবার অরুণার পক্ষ নিয়ে ফেসবুকে ওমর সানী একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে একাংশে তিনি লিখেছেন, ‘শিল্পীদের নিয়ে যা খুশি বলে যাবে না। এটা হবে না। প্রতিবাদ এভাবেই হোক। অরুণা, তোমার খুব ভালো উদ্যোগ, দোস্ত।’

এ ব্যাপারে ওমর সানী বলেন, ‘আমাদের শিল্পীদের ব্যক্তিজীবনে অনেক রং থাকতে পারে। সেটা পরিচালকের ব্যক্তিজীবনেও থাকতে পারে। কিন্তু আপনি ইউটিউব কনটেন্টের জন্য জীবনের রংগুলো অতিরঞ্জিত করে শিল্পীদের নিয়ে বাজে মন্তব্য করে ফেলবেন। অরুণা বিশ্বাসকে নিয়ে বললেন। এটা তো ঠিক না। অনেকটা ব্যথিত হয়েই এটি আমি লিখেছি।’

এই নায়কের কথা, ‘চলচ্চিত্র নিয়ে আপনি ইউটিউবে কনটেন্টে করেন কোনো সমস্যা নেই। কিন্তু শুধু বিতর্কিত কথাবার্তা দিয়ে কনটেন্ট সাজাবেন, এটা কেমন কথা? শিল্পীরা কী করেন, না করেন, সেসব নিয়ে আপনি রসাল কনটেন্ট বানাবেন, এটা তো হয় না। কই, চলচ্চিত্রের পজিটিভ কথাবার্তা নিয়ে তো খুব একটা আপনার কনটেন্টে দেখি না।’

ওমর সানী বলেন, ‘সবার আগে চলচ্চিত্র বলতেই আমরা পরিচালককে বুঝি। এ নিয়ে কোনো দ্বিমত নেই। তাঁদের স্যালুট জানাই। আমাকে চলচ্চিত্রে একজন পরিচালকই সৃষ্টি করেছেন। তাই বলে শিল্পীকে নিয়ে যা খুশি বলে যাওয়া ঠিক না।’
তিনি এ–ও বলেন, ‘বাংলাদেশের হাতে গোনা ১০–১৫ জন পরিচালকের কথা বললে আপনার কথা আসবে। আপনি চলচ্চিত্র নিয়ে গবেষণামুখী আলোচনা করেন, বর্তমান চলচ্চিত্রের হালচাল নিয়ে কথা বলেন, সমস্যা নেই। কিন্তু আপনার এ ধরনের আচরণ মেনে নেওয়া যায় না।’

ভিডিওতে অরুণা বিশ্বাসকে ইঙ্গিত করে মালেক আফসারী বলেছেন, ‘আপনাকে কিন্তু আমরাই জন্ম দিয়েছি।’ এ ব্যাপারে ওমর সানী বলেন, ‘আপনি মালেক আফসারী ঠিক আছে। আপনাকে স্যালুট জানাই। কিন্তু আপনি একজন সোহানুর রহমান সোহান নন, যার হাত ধরে শাকিব, মৌসুমী, সালমান শাহরা এসেছেন। আপনি কিন্তু সোহেল রানা স্যার, এহতেশাম স্যার বা শেখ নজরুল ইসলাম না, যাঁরা নতুন নতুন ছেলেমেয়ে এনে তারকা বানিয়েছেন। আপনি সব সময় তারকা শিল্পীদের নিয়ে কাজ করেছেন। নাম কুড়িয়েছে।’

এই অভিনেতা অনেকটা আফসোসের সুরে বলেন, ‘আমরা ছোটখাটো অপরাধ করতেই পারি। আপনি আমাদের শাসন করেন, মার্জিতভাবে আমাদের বলেন কিন্তু এভাবে পাবলিকের সামনে বিদ্রূপ করে তারকা শিল্পীদের নিয়ে বলবেন কেন? কারণ, আপনিও তো একজন তারকার শিল্পী রোজী ম্যাডামের হাজব্যান্ড। আমি নিজেও তাঁর সঙ্গে অভিনয় করতে পেরে নিজেকে ধন্য মনে করেছি।’

ওমর সানী জানান, অরুণা কিন্তু যেনতেন শিল্পী নন। তাঁর ভাষায়, অরুণার বাবা–মায়ের একটি ঐতিহ্য আছে, তার নিজেরও একটি ঐতিহ্য আছে। কারণ, সে লেখাপড়া জানা একটি মেয়ে। সে নরমাল ক্যাটাগরির শিল্পী না যে হুটহাট জিডি করবে। কতটা কষ্ট পেলে, কতটা ব্যথিত হলেন একটি মানুষ থানায় যেতে পারেন। তিনি বলেন, ‘একটা কথাই বলতে চাই, আমরা পরিচালক ছাড়া অর্থহীন। সেই পরিচালক যদি কনটেন্ট বানানোর জন্য শিল্পীদের মোয়া মনে করলে ভুল করবেন।’

কিন্তু কয়েক দিন আগে জ্যেষ্ঠ অভিনেত্রী সুচরিতাও নিপুণকে নিয়ে বিদ্রূপমূলক কথাবার্তা বলেছেন। যা গণমাধ্যমে এসেছে। সে ব্যাপারে আপনাকে তো কোনো প্রতিবাদ করতে দেখা যায়নি। কেন? এ ব্যাপারে ওমর সানী বলেন, ‘সুচরিতা একজন নামকরা নায়িকা। তিনি হয়তো নিপুণকে রাগ করে কিছু কথা বলেছেন। না বললেও পারতেন। তবে অপেক্ষা করেন, প্রতিবাদ হবে। কারণ, এখন প্রতিবাদ হওয়া শুরু হয়ে গেছে।’