তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে গান নিয়ে হাজির হিরো আলম

| আপডেট :  ৮ মার্চ ২০২২, ১২:০১ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ৮ মার্চ ২০২২, ১২:০১ পূর্বাহ্ণ

এবার গান গেয়ে সয়াবিন তেলের দাম বৃদ্ধির প্রতিবাদ জানালেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত আশরাফুল আলম ওরফে হিরো আলম। ‘তেলের দাম বাড়লো রে ভাই আমাগো দেশে’ শিরোনামের গানটি আজ সোমবার (০৭ মার্চ) বিকালে রাজধানীর একটি স্টুডিওতে রেকর্ড করা হয়েছে।

হিরো আলমের গাওয়া ওই গানের কথা লিখেছেন তমিজ খান, সুর-সংগীতাজন করেছেন ওহিদুল ইসলাম। মঙ্গলবার তার নিজস্ব ইউটিউব চ্যানেলে সেটি প্রকাশ করা হবে।

বিষয়টি নিশ্চিত করে হিরো আলম বলেন, গরীবের পেটে ভাত না থাকলে হয় না। আর সেই ভাত খেতে গেলে দুইটা জিনিস লাগে- একটা হলো তেল, অন্যটি লবণ। বর্তমানে আমাদের দেশে তেলের দাম অস্বাভাবিক হারে বেড়েছে, তাই আজ প্রতিবাদমূলক একটি গান করলাম। আশাকরি গানটি সবার ভালো লাগবে।

তিনি বলেন, আমি কোনো ইস্যু ছাড়া কথাবার্তা বা গান করিনা। হিরো আলম সব সময় অন্যায়ের প্রতিবাদ করে আসছে এবং সব সময় সত্যের পক্ষে প্রতিবাদ করবেন।