জায়েদকে বয়কট বিষয়ে মুখ খুললেন ইলিয়াস কাঞ্চন

| আপডেট :  ৭ মার্চ ২০২২, ০১:২৯ অপরাহ্ণ | প্রকাশিত :  ৭ মার্চ ২০২২, ০১:২৯ অপরাহ্ণ

গতকাল শনিবার শপথ নেওয়ার একদিনের মাথায় জায়েদ খানকে বয়কট করে চলচ্চিত্রের ১৮টি সংগঠন। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (৫ই মার্চ) ১৮ সংগঠনে জায়েদ খানকে আনুষ্ঠানিক বয়কট করা হয়েছে। যার ফলে এদিন থেকে ১৮ সংগঠনের কোনো সদস্য জায়েদ খানের সঙ্গে কোনো কার্যক্রমে অংশগ্রহণ করবে না।

তবে এই সিদ্ধান্ত ও বৈঠক নিয়ে প্রশ্ন তুলেছেন শিল্পী সমিতির বর্তমান সভাপতি ইলিয়াস কাঞ্চন। সেদিনের সেই বৈঠকের দাওয়াতই পাননি তিনি জানিয়ে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। ‘বেদের মেয়ে জ্যোৎস্না’খ্যাত অভিনেতা গণমাধ্যমকে বলেছেন, ‘চলচ্চিত্রের প্রধান তিনটি সংগঠনের একটি শিল্পী সমিতি। সেই সমিতিকে বাদ দিয়ে কী করে ১৮ সংগঠনের বৈঠক হয়! আর সমিতির একজন সদস্যকে বয়কট করার সিদ্ধান্ত নেওয়ার আগে একবার হলেও আমার সঙ্গে আলোচনা করে নেওয়া উচিত ছিল। আমার কাছে মনে হয়েছে এখানে আমাকে অবমূল্যায়ন করা হয়েছে।’

ইলিয়াস কাঞ্চনের মতে, গতকালের যে সিদ্ধান্ত তারা নিয়েছেন- সেই সিদ্ধান্তে আমার মতামত আছে কি না তা নিয়ে আজ দুপুর পর্যন্তও কেউ আমার সঙ্গে যোগাযোগ করেননি। এটা কেমন কথা তা আমার মাথায় আসছে না। এই সব স্পর্শকাতর সিদ্ধান্ত নেওয়ার আগে আরো ভাবা উচিত। ’

এদিকে, ইলিয়াস কাঞ্চন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে আর কথা বলতে চান না বলেও জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইন যে রায় দেবে সেটাই মেনে নেব। জায়েদ বা নিপুণ- কারো বিষয় নিয়ে কথা বলতে চাই না।’

গতকাল সন্ধ্যায় এক প্রতিক্রিয়ায় জায়েদ খান বলেন, ‘আমাকে বয়কটের সিদ্ধান্ত আমার সাংগঠনিক কাজে কোন প্রভাব ফেলবে না। যে কারণে আমাকে বয়কট করা হয়েছে সেটা খুবই হালকা, আমি এই ব্যাপারে কিছুই জানি না। বয়কট কখন করা হয়; আমি কি কোন সংগঠন বিরোধী কাজ করেছি। ভোটের দিন অন্যরা প্রবেশ করতে পারবে না এই অনুমতি তো সোহান ভাই (১৮ সংগঠনের আহ্বায়ক ও বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান) উপস্থিত থেকে নিয়েছে। আমার একার কি এত ক্ষমতা আছে- আমি ভোটের দিন অন্য সংগঠনের সদস্যদের প্রবেশ করতে দিব না।’