চেয়ারের জন্য নয়, সত্যের জন্য লড়ছি: নিপুণ

| আপডেট :  ৬ মার্চ ২০২২, ০৯:২৫ অপরাহ্ণ | প্রকাশিত :  ৬ মার্চ ২০২২, ০৯:২৫ অপরাহ্ণ

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের পক্ষে দেওয়া হাইকোর্টের রায় আগামী চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন চেম্বার আদালত। এরপরই এফডিসিতে এসে সাধারণ সম্পাদকের চেয়ারে বসেন নিপুণ। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নিপুণ আক্তার বলেছেন, চেয়ারের জন্য নয়, তিনি সত্যের জন্য লড়ছেন।

আগামী চার সপ্তাহের জন্য জায়েদ খানের পক্ষে দেওয়া রায় স্থগিত করেছেন চেম্বার আদালত।নিপুণ সমকালকে বলেছেন, ‘আশা করছি সত্যের জয় হবে।’

তিনি আরও বলেন, ভোট নিয়ে আমার সঙ্গে অন্যায় হয়েছে। আমি সেই অন্যায়ের বিরুদ্ধে লড়ছি, চেয়ারের জন্য এই লড়াই নয়।

বুধবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বৈধ বলে হাইকোর্ট রায় রোববার স্থগিত করেন চেম্বার আদালত। এরআগে হাইকোর্টের ওই রায়ের পর নিপুণ বলেছিলেন, তিনি ন্যায় বিচার পাননি।

তখন তিনি বলেন, ‘আমি ন্যায় বিচার পাইনি। আমি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করব।’