‘মির্জা ফখরুলকে জিনে ধরেছে’

| আপডেট :  ২০ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৪৩ অপরাহ্ণ | প্রকাশিত :  ২০ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৪৩ অপরাহ্ণ

শনিবার ভ্যারিফায়েড ফেসবুকে পেজ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সার্চ কমিটির সবাই আওয়ামী লীগের। অথচ, তারা সাংবিধানিক পদধারী। আবার বিএনপির সঙ্গে সুর মিলিয়েছে এক-এগারোর সুবিধাভোগীরা, তারাও এখন সরব হয়েছে। তারা মাঝে মাঝেই এসি রুমে বসে জনগণকে নসিহত করছে। এটা শুভ লক্ষণ নয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

রোববার (২০ ফেব্রুয়ারি) বিকেলে নাটোর জেলা আওয়ামী লীগের সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। নাটোর জেলা শহরের শঙ্কর গোবিন্দ চৌধুরী স্টেডিয়াম এ সম্মেলন চলছে।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জিনে ধরেছে। কাউকে জিনে ধরলে সে বারবার একই কথা বলে। ঠিক তেমনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে দিকে তাকাচ্ছেন, শুধু আওয়ামী লীগকে দেখতে পাচ্ছেন। এর বাইরে তিনি আর কিছু দেখতে পাচ্ছেন না।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বঙ্গবন্ধুর আমলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল ৯ দশমিক ৫৯ ভাগ। ৭৪-৭৫ সালে দেশে উদ্বৃত্ত খাদ্য উৎপাদন হয় ১০ হাজার টন। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘদিন পিছিয়ে থাকা দেশের উন্নয়ন প্রবৃদ্ধি আবারও আটের ঘরে নিয়ে এসেছেন।

এ সময় সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, রাজশাহী সিটি মেয়র খায়রুজ্জামান লিটন, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ কেন্দ্রীয়, পাবনা, রাজশাহী ও নাটোর জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।