ভূমধ্যসাগরে প্রাণ হারানো ৭ বাংলাদেশির পরিচয় প্রকাশ

| আপডেট :  ৩০ জানুয়ারি ২০২২, ১২:১৭ অপরাহ্ণ | প্রকাশিত :  ৩০ জানুয়ারি ২০২২, ১২:১৭ অপরাহ্ণ

অ’বৈধভাবে ইতালি যাবার পথে ভূমধ্যসাগরে প্রা’ণ হা’রানো ৭ বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশীর নাম পরিচয় নিশ্চিত করেছে রোম দূ’তাবাস। নি’হতদের ৫ জনের বাড়িই মাদারীপুর সদর উপজে’লায়।

তারা হলেন, পশ্চিম পিয়ারপুর গ্রামের ইমরান হোসেন ও রতন জয় তালুকদার, ঘটকচর গ্রামের সাফায়েত, মোস্তফাপুর গ্রামের জহিরুল। আরেকজন সদর উপজে’লার বাসিন্দা বাপ্পী। বাকি দু’জন সুনামগঞ্জের জামালগঞ্জ উপজে’লার সাজ্জাদ ও কি’শোরগঞ্জের ভৈরব উপজে’লার সাইফুল।

গত ২৫ জানুয়ারি লিবিয়া থেকে ইতালি যাবার পথে অতিরিক্ত ঠান্ডায় মৃ’ত্যু হয় তাদের। রোমে বাংলাদেশ দূ’তাবাসের শ্রমকল্যাণ কাউন্সিলর মোঃ এরফানুল হকের নেতৃত্বে দুই সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল উ’দ্ধারকৃতদের সাথে কথা বলে নি’হতদের পরিচয় নিশ্চিত করে।

ম’রদেহ শনাক্তে পরিবারের সদস্যদের নিকটস্থ জে’লা প্রশাসক বা ইউএনও কার্যালয় অথবা বাংলাদেশ দূ’তাবাস রোমের সাথে যোগাযোগের জন্য বলা হয়েছে। ম’রদেহ শনাক্তের পর স’রকারি খরচে ম’রদেহ পাঠানো হবে বাংলাদেশে।