শিল্পী সমিতির ভোট গণনা নিয়ে এবার মুখ খুললেন পীরজাদা হারুন

| আপডেট :  ২৯ জানুয়ারি ২০২২, ১১:৩০ অপরাহ্ণ | প্রকাশিত :  ২৯ জানুয়ারি ২০২২, ১১:৩০ অপরাহ্ণ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের দিন এফডিসিতে প্রবেশ করতে না দেওয়ার বিষয়টিকে অসম্মান ও অপমানজনক দাবি করে নির্বাচন কমিশনার পীরজাদা শহীদুল হারুনকে আজীবন নিষিদ্ধ ঘোষণা করেছে চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠনগুলো।

আজ শনিবার ১৮ সংগঠনের পক্ষে পীরজাদা হারুনকে চলচ্চিত্র থেকে আজীবন নিষিদ্ধ করার ঘোষণা দেন পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান।

তিনি জানান, ‘টেলিভিশন অভিনয় শিল্পী সংঘও পীরজাদা হারুনকে নাটকে অবাঞ্ছিত ঘোষণার পক্ষে একমত পোষণ করেছেন।’ যদিও নিষিদ্ধ ঘোষণার বিষয়ে শিল্পী সমিতির নির্বাচন কমিশনার পীরজাদা হারুনের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে তিনি এই নির্বাচনের ভোট গণনা নিয়ে নিজের ফেসবুক পেইজে একটি পোস্ট দিয়েছেন।

সেখানে তিনি লিখেছেন, ‘বৈধভাবে আমার কর্তৃক ভোট গণনার ফলাফল, আপিল করার পরও আজ পুনরায় গণনা করে একইরূপ পেয়েছে। সত্য সকল সময়ই সত্য, একরূপ।’