‘সিআইডি’র জনপ্রিয় এসিপি এখন বেকার, ঘরে বসে ক্লান্ত

| আপডেট :  ১৯ জানুয়ারি ২০২২, ০৯:৫০ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ১৯ জানুয়ারি ২০২২, ০৯:৫০ পূর্বাহ্ণ

ভারতের জনপ্রিয় টেলিভিশন কপ ড্রামা ‘সিআইডি’খ্যাত এসিপি প্রদ্যুমন এখন বেকার। হাতে কোনও কাজ নেই বলে আক্ষেপ প্রকাশ করেছেন তিনি। ধারাবাহিকের কারণে এসিপি প্রদ্যুমন হিসেবে পরিচিত হলেও তাঁর প্রকৃত নাম শিবাজি সাতম।

টাইমস অব ইন্ডিয়ার খবর, পর্দায় অভিনয়দক্ষ’তা দিয়ে সত্যিকার অর্থে যদি চরিত্রকে ফুটিয়ে তোলা যায়, তবে আসল নামের সমার্থক হয়ে যায়। যেমনটা সত্য শিবাজি সাতমের ক্ষেত্রে। তিনি বাংলাদেশের দর্শকের কাছেও এসিপি প্রদ্যুমন নামে পরিচিত।

‘সিআইডি’ তেমনই একটি কপ ড্রামা, যা কোটি দর্শকের হৃদয় ছুঁয়েছে। কিন্তু সেই অভিনেতা শিবাজির হাতে এখন কোনও কাজ নেই। দুর্ভাগ্যজনক, একসময় যিনি পর্দা কাঁপিয়েছেন, আজ তিনি ঘরে অলস সময় কা’টাচ্ছেন।

এক সাক্ষাৎকারে শিবাজি সাতম বলেন, ‘আমি বলব না যে অনেক অফার পাচ্ছি। নেহি হ্যায় তো নেহি হ্যায়। একটা বা দুটি অফার রয়েছে, যা আকর্ষণীয়ও নয়। আমি মা’রাঠি থিয়েটার থেকে এসেছি, আমি সব সময় আমার পছন্দের প্রজেক্ট করেছি।’

হতাশা ব্যক্ত করে শিবাজি যুক্ত করেন, ‘এটা আমার দুর্ভাগ্য যে কোনও শক্তিশালী চরিত্র লেখা হচ্ছে না। এতে উভয় পক্ষেরই ক্ষ’তি। একজন অভিনেতা হিসেবে আমি ভালো কাজ মিস করি এবং দর্শক ভালো অভিনেতাদের মিস করে।’
শিবাজি আরও বলেন, ‘আগামীকাল যদি সিআইডি আবার শুরু হয়, তবে আমি প্রকল্পটির সামনের সারিতে থাকব। চরিত্রটিতে আমি ক্লান্ত নই, ঘরে বসে থেকে ক্লান্ত।’

১৯৯৮ সাল থেকে ২০১৮—টানা দুই দশক ‘সিআইডি’-তে অভিনয় করেছেন শিবাজি সাতম। তিনি জানান, ভিন্ন অঙ্গিকে ‘সিআইডি’র মতো ধারাবাহিক বানানো দরকার প্রযোজকদের। শিবাজি সাতমকে সবশেষ ২০২১ সালে ‘হাসিন দিলরুবা’ সিনেমায় একটি ছোট চরিত্রে অভিনয় করতে দেখা গেছে।