অভিনেত্রী শিমুর স্বামী ও তার বন্ধুকে নিয়ে অভিযানে পুলিশ

| আপডেট :  ১৮ জানুয়ারি ২০২২, ০২:০৭ অপরাহ্ণ | প্রকাশিত :  ১৮ জানুয়ারি ২০২২, ০২:০৭ অপরাহ্ণ

ঢালিউড অভিনেত্রী রাইমা ইসলাম শিমুর (৪৫) ম’রদেহ উ’দ্ধারের ঘটনায় তার স্বামী সাখাওয়াত আলী নোবেল এবং তার বন্ধু ফরহাদকে গ্রে’প্তার করা হয়েছে। তাদের জি’জ্ঞাসাবাদ করে অ’ভিযান চালাচ্ছে পুলিশ।

এর আগে সোমবার দিবাগত রাতে র‌্যা’ব তাদের জি’জ্ঞাসাবাদ শেষে আ’টক করে। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করেছে। তাদের কাছ থেকে একটি গাড়ি উ’দ্ধার করা হয়েছে, গাড়িটিতে র’ক্তের চিহ্ন আছে। দুজনকে জি’জ্ঞাসাবাদ করে অ’ভিযান চালাচ্ছে পুলিশ। দুপুর ২টার দিকে ঢাকা জে’লার পুলিশ সুপার এই হ’’ত্যার ত’দন্ত এবং এর ব্যাপারে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছে পুলিশের একটি সূত্র।

ঢাকা জে’লার পুলিশ সুপার মারুফ হোসেন সরদার বলেন, এ ঘটনায় নি’হত শিমুল স্বামী সাখাওয়াত আলী নোবেল এবং তার বন্ধু ফরহাদকে গ্রে’প্তার করা হয়েছে। হ’’ত্যার বেশকিছু আলমত ও তথ্য পাওয়া গেছে। সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে। তিনি জানান, সোমবার রাতেই শিমুর ভাই শহীদুল ইসলাম খোকন বা’দী হয়ে কলাবাগান থানায় ৬ জনকে আ’সামি করে একটি হ’’ত্যা মা’মলা করেছেন।

শিমুর হ’ত্যাকারীকে না ধরলে আমার কী হইতো চিন্তা করেন একবার : জায়েদ খান
এফডিসি থেকে ভোটাধিকার হা’রানো শতাধিক শিল্পীদের মধ্যে হ’’ত্যাকাণ্ডের শি’কার অভিনেত্রী রাইমা ইসলাম ওরফে শিমুও ছিলেন। এ নিয়ে তিনি একাধিকবার জায়েদ খানের সাথে বি’বাদে জড়িয়েছিলেন।সোমবার রাতে শিমুর ম’রদেহ উ’দ্ধারের পর সমিতির পদ হা’রানো একাধিক শিল্পী হ’’ত্যাকাণ্ডের পিছনে জায়েদ খানের হাত থাকতে পারে ইঙ্গিত দিয়ে গণমাধ্যমে অ’ভিযোগ করেছেন।

যদিও শিমুর পরিবার বলছে, জায়েদের বি’রুদ্ধে তাদের কোনো অ’ভিযোগ নেই। এই হ’’ত্যাকাণ্ড যাতে ভিন্নখাতে প্রবাহিত করা না হয় সে কারণে সংশ্লিষ্ট সকলের কাছে অনুরোধ করেন শিমুর ছোট বোন ফাতিমা নিশা।সোমবার মধ্যরাতে নিশা বলেন, যারাআমার বোনকে হ’’ত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শা’স্তি চাই। যে বা যারা এই হ’’ত্যাকাণ্ডের সাথে জ’ড়িত ছিলো, তাদেরই বিচার হোক। পুলিশ সহযোগিতা করছেন। আমরা শুধু সুষ্ঠু বিচার চাইছি।শিমু হ’’ত্যাকাণ্ড নিয়ে সোমবার মধ্যরাতে জায়েদ খান

চ্যানেল আই অনলাইনকে বলেন, কয়েকজন এই হ’’ত্যাকাণ্ড নিয়ে বিভ্রান্ত ছড়াচ্ছে। যারা আমাকে মি’থ্যাভাবে জড়াচ্ছে তাদের বি’রুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। আসন্ন শিল্পী সমিতির নির্বাচনে আমাকে চা’পে ফেলতে বাজে পলিটিক্স করা হচ্ছে।কেরানীগঞ্জ হযরতপুর ব্রিজের পাশ থেকে শিমুর বস্তাব’ন্দি লা’শ উ’দ্ধার করা হয়েছে সোমবার সকালে। পরে ময়না ত’দন্তের জন্য লা’শটি মিটফোর্ড হাসপাতালের ম’র্গে রাখা হয়। এদিন রাতেই শিমুর পরিবার ম’র্গে তার ম’রদেহ শনাক্ত করেন।

১৯৯৮ থেকে ২০০৪ সাল পর্যন্ত শিমু ২০টি বেশি সিনেমায় অভিনয় করেন। তিনি কাজী হায়াত, চাষি নজরুল ইসলাম, দেলোয়ার জাহান ঝন্টুর মতো পরিচালকদের সিনেমায় কাজ করেছেন। সর্বশেষ একটি বেস’রকারি টিভিতে মার্কেটিং বিভাগে কর্মরত ছিলেন। টুকটাক নাটকে কাজ করতেন।