শতকোটি টাকা লোপাট; শিল্পকলার সেই ডিজিকে নিয়ে এবার মুখ খুললেন ফারুকী

| আপডেট :  ৫ জানুয়ারি ২০২২, ০২:৩৮ অপরাহ্ণ | প্রকাশিত :  ৫ জানুয়ারি ২০২২, ০২:৩৮ অপরাহ্ণ

বিভিন্ন অনিয়মের অ’ভিযোগে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর বি’রুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দু’র্নীতি দ’মন কমিশন (দুদক)। অ’ভিযোগ সুনির্দিষ্ট হওয়ায় যাচাই-বাছাই করে বি’ষয়টি আমলে নিয়েছে দুদক।

এ খবর প্রকাশ্যে আসতেই লাকীকে নিয়ে নানা রকম আলোচনা ও সমালোচনা চলছে। সেই ভিড়ে হাজির হলেন বাংলাদেশের জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীও। সামাজিক মাধ্যম ফেসবুকে মঙ্গলবার (৪ জানুয়ারি) শিল্পকলা একাডেমিতে কাজ করতে গিয়ে নিজের নেতিবাচক এক অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি।

ফারুকী স্ট্যাটাসে লেখেন, ‘‘লেডিজ অ্যান্ড জেন্টলম্যান’র শুটিং করতে চাইছিলাম শিল্পকলা একাডেমিতে। সারা ভাবীর করা আবেদন তারা বাতিল করে দিয়েছিলেন। আমি ভাবছিলাম একটু ফ্রি হয়ে শিল্পকলার এই মৌলবা’দীতা নিয়ে কিছু কথা বলবো। শিল্পকলাই যদি শিল্পের কলার চে’পে ধরে তাহলে শিল্প এবং কলা দুইটারই জান যাবে।’

যোগ করে ফারুকী লেখেন, ‘তারপর ভু’লেই গেছিলাম। এটা নিয়ে আর কথা বলি নাই। আজকে খবরে দেখি শিল্পকলার ডিজির বি’রুদ্ধে শতকোটি টাকা দু’র্নীতির অ’ভিযোগ। বলা হচ্ছে এই কাজে তাকে সাহায্য করেছে নীচের দিকের কিছু কর্মচারী। নিউজটা দেখে আমার লেডিজ অ্যান্ড জেন্টলম্যানের খায়রুল সাহেব এবং মিজুর কথা মনে পড়ে গেলো। মনে হলো ঐ সময় যদি তারা আমার স্ক্রিপ্ট পড়ার সুযোগ পাইতো তাহলে তাদের ফার্স্ট রি-অ্যা’কশন হইতো ‘ঘরের কথা পরে জানলো কেমনে?’

ফারুকী আরও লেখেন, যাই হোক ভ’য়ে আছি, কবে না শোনা যায় শিল্পকলার ডিজি’র বি’রুদ্ধে নারী নি’র্যাতনের অ’ভিযোগ। তখন না আবার ডিজি সাহেব গল্পের কপিরাইট বাবদ পয়সা চেয়ে বসেন।’

এদিকে গেল বছরের ২৮ ডিসেম্বর একটি সুখবর দিয়েছেন মোস্তফা সরয়ার ফারুকী ও তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশা। প্রথমবার বাবা-মা হতে চলেছেন এই তারকা দম্পতি। ২০১০ সালে ১৬ জুলাই ভালোবেসে বিয়ে করেন ফারুকী ও তিশা। ১১ বছরের সংসার জীবনে প্রথমবার স’ন্তান জন্ম নিতে যাচ্ছে তারা। সূত্রঃ জাগো নিউজ