কমদামি কাপড় পড়ে লবণ দিয়ে ভাত খেয়েও অনেক মেয়ে সংসার করে, আল্লাহ তোমাকে ছাড়বে না ইলিয়াস

| আপডেট :  ৩০ ডিসেম্বর ২০২১, ১২:০৪ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ৩০ ডিসেম্বর ২০২১, ১২:০৪ পূর্বাহ্ণ

চলতি মাসের শুরুতে অভিনেত্রী শাহ হুমায়রা সুবাহকে বিয়ে করেন গায়ক ইলিয়াস হোসেন। তাদের বিয়ের খবর প্রকাশ হওয়ার পরই সমালোচনা শুরু হয়। একদিকে অভিযোগ ওঠে দ্বিতীয় স্ত্রী কারিন নাজকে ডিভোর্স না দিয়েই বিয়ে করেছেন ই’লিয়াস। অন্যদিকে, শোনা যায় সুবাহ নাকি জোর করে

ইলিয়াসকে বিয়ে করতে বাধ্য করেছেন। এসব নিয়ে যখন জল্পনা তুঙ্গে, তখন এসব আলোচনার আগুনে ঘি ঢাললেন সুবাহ নিজেই। তিনি জানিয়েছেন, ‘ইলিয়াস হোসেন নাকি গতকাল (মঙ্গলবার) থানায় জিডি করেছেন যে- আমি তাকে ফাঁসিয়ে বিয়ে করেছি। ’ নিজের ফেসবুক পেইজে এমনটা জানিয়ে সুবাহ তার

সদ্য বিয়ে করা স্বামীর উদ্দেশ্যে আরও লিখেছেন, ‘আল্লাহ তোমাকে ছাড়বে না ইলিয়াস। ’ এ বিষয়ে জানতে চাইলে সুবাহ জানান, আমি শুনেছি, ইলিয়াস আমার বিরুদ্ধে থানায় জিডি করেছে। সে দাবি করেছে, আমি নাকি তাকে জোর করে বিয়ে করেছি। কিন্তু প্রকৃত ঘটনা সবাই জানে। আমি বলবো,

সে মিথ্যা বলে আমাকে ঠকিয়েছে। এমনকি আমাকে নির্যাতনও করেছে- এখন উল্টো আমার বিরুদ্ধেই জিডি করলো। আমি মানসিকভাবে খুবই বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। জিডির বিষয়ে আরও বিস্তারিত জেনে আমি পরবর্তীতে আমার করণীয় জানাবো। এর আগে, নিজের ফেসবুক পেইজে ইলিয়াসের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে পোস্ট দেন সুবাহ। ইলিয়াসের সঙ্গে সংসার করা সম্ভব

না, সংসার করার চেয়ে মরে যাওয়া ভালো এ ধরনের নানা বিষয় তুলে ধরে তিনি লিখেছেন, ‘প্রতিটা মেয়েই অনেক স্বপ্ন নিয়ে গায়ে হলুদ করে হাসিখুশিভাবে বিয়ে করে সংসার করার জন্য; বাচ্চা জন্ম দেয় মা হওয়ার জন্য। আমার সঙ্গে বিয়ের পরে ইলিয়াস আর কারিনের এমন কিছু রেকর্ড শুনেছি যেগুলো আপনারা শুনলে

অবাক হয়ে যাবেন। এসব শুনে আসলেই ওর সঙ্গে থাকা সম্ভব না। এর থেকে মরে যাওয়া ভালো। কিন্তু কিছু ছেলে আছে বি’য়েটাকে খেলা হিসেবে নিয়ে মেয়েদের জীবন নষ্ট করে দেয়। ’ তিনি আরও লিখেছেন, ‘সব মেয়ে হাসিমুখে গরিব স্বামীর সঙ্গে সংসার করতে পারে। কমদামি কাপড় পড়ে লবণ দিয়ে

ভাত খেয়েও অনেক মেয়ে সংসার করে। কিন্তু যখন কোনো স্বামী বেইমানি করে; অন্য মেয়ের কাছে বউয়ের নামে মিথ্যা কথা বলে সম্পর্ক রাখে, যার …………। বোকা ছি’লাম অ’ন্ধের মতো এবারও হয়তো ভালোবেসে বিশ্বাস করে ছিলাম তাই বিয়ে

করেছিলাম। একটাই ভুল আমার। কেন বিয়ে করলাম জানি না। এ ভুলের খেসারত কি এখন মরে গিয়ে দিতে হবে। নাকি বেঁচে থেকেই দেওয়া সম্ভব? আমি অনেক মানসিক যন্ত্রণার মধ্যে আছি, আর কোনো কিছু সহ্য করতে পারছি না। আপনারাই বলুন আমার কি করা উচিত? আমার কি বিষ খেয়ে ম’রা উচিত, নাকি সহ্য করে মেনে নিয়ে থাকা উচিত?’ সূত্র: বিডি-প্রতিদিন